শেষ আপডেট: 5th February 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে না চ্যাটজিপিটি বা ডিপ সিকের মতো এআই টুল। কর্মচারীদের জানিয়ে দিল অর্থ মন্ত্রক। এই ধরনের টুল ব্যবহারে তথ্য ফাঁসের ঝুঁকি বেড়ে যেতে পারে, গোপনীয়তা রক্ষা করতে তাই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যান বুধবার দেশে আসছেন, দেখা করার কথা রয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। তার ঠিক একদিন আগেই এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও মন্ত্রকের তরফে নির্দেশটি দেওয়া হয়েছিল ২৯ জানুয়ারি।
মন্ত্রকের পরামর্শে উল্লেখ করা হয়েছে, 'অফিস কম্পিউটার এবং ডিভাইসে এআই টুলস ও অ্যাপস (যেমন চ্যাটজিপিটি, ডিপসিক ইত্যাদি) ব্যবহার করলে তা সরকারি তথ্যের গোপনীয়তা বজায় রাখায় সমস্যা তৈরি করতে পারে।'
তবে, এই নিয়ে মন্ত্রক, ওপেনএআই বা ডিপসিকের প্রতিনিধিরা কোনও মন্তব্য করেননি। অর্থ মন্ত্রক ছাড়া আর কোনও মন্ত্রকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে কি না তা জানা যায়নি।
শুধুমাত্র আমাদের দেশ নয়, বিশ্বের আরও বেশ কয়েকটি দেশও ডিপসিকের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি তাইওয়ান এই চিনা এআই স্টার্টআপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও এই নিয়ে কড়াকড়ি রয়েছে।