শেষ আপডেট: 28th September 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী বন্ডের সাহায্যে রীতিমতো ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতের।
জনাধিকার সংঘর্ষ পরিষদের সহ সভাপতি আদর্শ আইয়ার বিশেষ আদালতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই এমন পদক্ষেপ। শনিবার মামলার শুনানি চলাকালীন বেঙ্গালুরুর তিলক নগর থানার পুলিশকে নির্মলার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।
তবে শুধু নির্মলাই নন, গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কর্নাটকের বিজেপি নেতা নলীন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধেও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ।
নির্মলার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ এবং ২০২২ সালে এক সংস্থা থেকে নির্বাচনী বণ্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, একটি সংস্থাকে শুধুমাত্র মোটা অঙ্কের চাদা দেওয়ার জন্যই গঠন করা হয়। এক্ষেত্রে নির্মলা-সহ বিজেপির হেভিওয়েটদের নাম উঠে আসে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসতেই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অভিযোগ, ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বণ্ডের সম্পর্ক কী? আদালত তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে। এখন কি ওঁর পদত্যাগ করা উচিত নয়?’
নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বলে বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ভোটে কালো টাকা আমদানি বন্ধের উদ্দেশে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কিন্তু বাস্তবে দেখা যায় অন্য রাজনৈতিক দল্গুলির থেকেও লাভের অঙ্ক সবচেয়ে বেশি ঘরে তুলেছে বিজেপি।