গান্ধী হাসপাতাল
শেষ আপডেট: 12 September 2024 08:51
দ্য ওয়াল ব্যুরো: ফের কর্তব্যরত তরুণী ডাক্তারকে হেনস্থার অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালে ডিউটি চলাকালীন ওই পড়ুয়া ডাক্তারকে হেনস্থার অভিযোগ উঠেছে হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর পরিবারের বিরুদ্ধে।
জানা গেছে, ঘটনাস্থলে অনান্য ডাক্তার ও হাসপাতালের কর্মীরা উপস্থিত থাকলেও কিছু বুঝে ওঠার আগেই ওই তরুণী ডাক্তারের উপর নেমে আসে আক্রমণ। ঘটনার ছবি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে, ডিউটি চলাকালীন পড়ুয়া ডাক্তার রাউন্ড দিচ্ছিলেন। আচমকাই এক যুবক এসে তাঁর উপর চড়াও হয়। প্রথমেই হাত ধরে টান, তারপর তাঁর পোশাক ধরেও টানাটানির অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে।
বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন হাসপাতালের অন্যান্য ডাক্তার ও কর্মীরা। এরপরই খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। কী কারণে তরুণী-চিকিৎসকের উপর হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে হাসপাতালে আচমকা এমন ঘটনায় ফের ডাক্তারদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন।
পুলিশের প্রাথমিক অনুমান, নিজের পরিবারের মানুষ দ্রুত সেরে না ওঠার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ফের তরুণী ডাক্তারকে হেনস্থার ঘটনায় ফের 'সুরক্ষা' নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
গত ৯ অগাস্ট আর জি কর কাণ্ডে তোলপাড় দেশ। কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তাররা। এমন আবহে ফের কর্তব্যরত অবস্থায় পড়ুয়া ডাক্তারকে হেনস্থার অভিযোগে তোলপাড় হায়দরাবাদ।