ফ্যাংনন কন্যাক ও রাহুল গান্ধী
শেষ আপডেট: 19 December 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো: নাগাল্যান্ডের বিজেপি সাংসদ, ফ্যাংনন কন্যাক বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কী না, রাহুল ওই মহিলা সাংসদের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পাশাপাশি সংসদের বাইরে বিজেপি-কংগ্রেসের মধ্যে যে বিক্ষোভ কর্মসূচি চলছিল সেই সময় অস্বস্তি সৃষ্টি করেছেন।
অভিযোগ করে ওই চিঠিতে তিনি লেখেন, "আমি আমার হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সংসদের মকর দ্বারের সিঁড়ির ঠিক নীচে দাঁড়িয়ে ছিলাম। অন্যান্য দলের মাননীয় সাংসদদের জন্য মুহুর্তে নিরাপত্তা কর্মীরা কর্ডন করে ঢোকার একটি প্যাসেজ তৈরি করেছিলেন। সেই প্যাসেজ ধরে না গিয়ে হঠাৎ, বিরোধী নেতা, শ্রী রাহুল গান্ধীজি এবং দলের অন্যান্য সদস্যরা আমার সামনে এসে উপস্থিত হন।"
বিজেপি সাংসদ আরও বলেন, "তিনি আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেন। খারাপ ব্যবহার করেন। শুধু তাই নয় আমার সঙ্গে তাঁর শারীরিক দূরত্ব এতটাই কাছাকাছি ছিল যে আমি একজন মহিলা সদস্য হয়ে অত্যন্ত অস্বস্তি বোধ করি। রাহুলের এহেন আচরণ ঠিক নয় বলেও ওই চিঠিতে উল্লেখ করেন।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, দিল্লির বিজেপি সাংসদ বাশুঁরি স্বরাজ পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
বিজেপির অভিযোগ দলের সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গীকে ইচ্ছাকরে ধাক্কা দিয়েছেন। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে তাঁর। তিনি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, বিজেপির এফআইআরের জেরে রাহুল গান্ধীর রাজনৈতিক ও সাংসদ জীবনের উপর কী প্রতিক্রিয়া হতে পারে।