শেষ আপডেট: 25th October 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: চারদিন আগে বুকে এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ইরফান খান নামে এক যুবকের দেহ। গোয়ালিয়রে সেই ২৮ বছরের যুবকের খুনের রহস্যের সমাধান করল মধ্যপ্রদেশ পুলিশ। ছেলেকে খুন করার জন্য খুনিদের পঞ্চাশ হাজার টাকার সুপারি দিয়েছিলেন খোদ বাবা। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইরফান নানা রকম নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। প্রতিদিন চরস-গাঁজা খেতেন। শুধু তাই নয়, জুয়াও খেলতেন। মৃতের বাবা দাবি করেন, টাকার জন্য বাড়িতে অশান্তি লেগেই থাকত। গোটা পরিবার মানসিক অশান্তিতে ভুগত। আর তাই বাধ্য হয়ে ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশ জানাচ্ছে অভিযুক্ত বাবা, ছেলেকে নিয়ে হতাশায় ভুগছিলেন। আর তাই দু'জন ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে শেষ করে দেন তিনি।
২১ অক্টোবর পরিকল্পনা করে ইরফানকে একটি জায়গায় পাঠিয়েছিলেন তাঁর বাবা হাসান। কথা মত ইরফান চলেও যান। আগে থেকেই সেখানে হাজির ছিলেন অর্জুন ওরফে শরাফত খান এবং ভীমসিং পরিহার নামে দুই ভাড়াটে খুনি।
পুলিশের কথায়, খুব কাছ থেকে তারা ইরফানের মাথা এবং বুক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল। পরে সেখানেই ইরফানের দেহ রেখে পালিয়ে যায় তারা। খুনের তদন্তে নেমে পরিবারের সবাইকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তখন মৃতের বাবার কিছু কথায় খটকা লাগে তদন্তকারীদের। থানায় তুলে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সেখানেই ছেলের খুনের কথা স্বীকার করেন হাসান। বলেন, মোট ৫০ হাজার টাকা দিয়ে ওই খুনিদের ভাড়া করেছিলেন তিনি।
ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে আগেও বহু অপরাধের অভিযোগ জমা পড়েছে। এখন তারা পলাতক। বিভিন্ন জায়গায় তল্লাশি করে তাদের খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারী অফিসাররা।