শেষ আপডেট: 19th October 2023 20:42
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ছিলেন না স্ত্রী। সেই সুযোগে নিজের ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
ঘটনাটি ত্রিপুরার ঢালাই জেলার। ২০১৯ সালে জানুয়ারি মাসে নিজের ৪ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। জানা গেছে, বিশেষ কাজে বাপের বাড়িতে গিয়েছিলেন শিশুকন্যার মা। সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। পরের দিন বাড়ির ফিরে মেয়ের ক্ষত দেখে সন্দেহ হয় মায়ের। স্বামীর কাছ থেকে যুক্তিগ্রাহ্য জবাব না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই ত্রিপুরার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল।
আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদিন তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড শোনায় আদালত। অবশেষে ৪ বছর পর শিশুকন্যার নির্যাতনের বিচার পাওয়ায় আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি বলেন, “নিজের মেয়ের সঙ্গে আমার স্বামী যা করেছিলেন মা হিসেবে তা মেনে নিতে পারিনি। তাই স্বামীর শাস্তি চেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলাম। অবশেষে বিচার মিলল।”
অন্যদিকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নৈনিতালের এক আদালত এদিন ২১ বছরের এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নাবালিকাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে, কাজ দেওয়ার নাম করে ১৬ বছরের এক তরুণীকে নেপালে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। মেডিক্যাল পরীক্ষায় তা নিশ্চিত হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।