শেষ আপডেট: 10th March 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: পবিত্র রমজান মাসে ভূস্বর্গের পর্যটন কেন্দ্র গুলমার্গে খোলামেলা পোশাকে ফ্যাশন শো হওয়া নিয়ে উত্তাল জম্মু-কাশ্মীর। রাজ্যের প্রায় সব রাজনৈতিক দল 'অশ্লীল' পোশাকে ফ্যাশন শোয়ের আয়োজকদের উপর খড়্গহস্ত হয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলিও এই 'ন্যক্কারজনক' কাজের নিন্দা করছে। সোমবার এই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীর বিধানসভা। মুখ্যমন্ত্রী তথা শাসকদল ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
রমজান মাসে 'অর্ধনগ্ন' পোশাকের ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন পোশাক শিল্পী শিবন ভাটিয়া ও নরেশ কুকরেজা। মুখ্যমন্ত্রী সোমবার ২৪ ঘণ্টার মধ্যে এই শোয়ের বিষয়ে রিপোর্ট তলব করেছেন। গুলমার্গের বিশ্বখ্যাত স্কি রিসর্টে আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন, গত ৭ মার্চ এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। ফ্যাশন দুনিয়ায় এই ব্রান্ডের ১৫-তম বার্ষিকী উপলক্ষে শোয়ের আয়োজন ছিল। নিন্দুকদের কথায়, এই শোয় স্থানীয় মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং কাশ্মীরি সংস্কৃতিকে কলুষিত করেছে।
ডিজাইনার জুটির শিবন ভাটিয়া দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিং বা এনআইএফটি থেকে স্নাতক। তারপর ইতালির ইনস্তিতুতো ইউরোপিও দি ডিজাইন থেকে স্নাতকোত্তর পাশ করেন। কুকরেজাও দিল্লির এনআইএফটি থেকে স্নাতক হওয়ার পর ইতালির ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই স্নাতকোত্তর পাশ করেন।
এদিন রাজ্য বিধানসভার শুরুতেই শাসকদল ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং দুই নির্দল বিধায়ক উঠে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, রমজান মাসে এ ধরনের ফ্যাশন শো হয় কীভাবে! সরকারের তরফে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। বেসরকারি এই অনুষ্ঠানটি রাজ্যের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। শুধু রমজান মাস নয়, এই ধরনের ঘটনা বছরের কোনও সময়েই হওয়া উচিত নয়। ওর সরকারের কাছে অনুমতি নেয়নি এবং একটি হোটেলে শোয়ের আয়োজন করা হয়েছিল।
উল্টোদিকে বিজেপি এনসি, পিডিপ এবং মৌলানা-মৌলবিদের ক্ষোভের বিরুদ্ধে গর্জে উঠেছে। একটি ফ্যাশন শোকে কেন্দ্র করে সবাই এমন ভাব দেখাচ্ছে যে, যেন মাথায় বাজ ভেঙে পড়েছে। এ নিয়ে এত বিতর্ক কেন? বিজেপি বিধায়ক রণবীর সিং পাঠানিয়া বলেন, কাশ্মীরে এ নিয়ে রক্ষণশীলতার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সকলের মত ও দৃষ্টিভঙ্গি ও স্বাধীনতাকে মূল্য দেওয়া জরুরি।