Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘দ্য বেঙ্গল ফাইলস’ রিলিজ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে! পরিচালক বললেন ‘লড়াই করব’অখিলের বিয়েতে নজর কাড়লেন নাগা-শোভিতা জুটি, নায়িকার ব্যাগের দাম নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?বিধানসভায় নজিরবিহীন সিকিউরিটি চেকিং! মন্ত্রী থেকে বিধায়ক, গাড়ির বনেট, ডিকি খুলে তল্লাশিবিদ্যুতের বিল বাঁচাতে সৌরশক্তির ব্যবহার! আলিপুর মহিলা সংশোধনাগারে বড় উদ্যোগ১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণীমৌমাছি গিলে ফেলাই হল কাল! হার্ট অ্যাটাকে মৃত্যু করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরেরমেসোকে বাবা সাজিয়ে ভোটার-আধার সব কার্ডই তৈরি করেছিল বাংলাদেশি যুবক, শেষরক্ষা হল নাথাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার'লাফ দিইনি, বিমান মাঝ আকাশে ভাঙতেই সিট থেকে ছিটকে গেলাম', কী হয়েছিল, জানালেন জীবিত যাত্রী
Farmers Protest - Kishan Mahapanchayat

বিজেপি-বিরোধী কিষাণ মহাপঞ্চায়েত নিয়ে সরগরম রাজধানী

রামলীলা ময়দান সংলগ্ন এলাকা সহ গোটা শহরে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কাজের দিন রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন দিল্লিবাসী। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, কৃষিঋণ মকুব সহ বিভিন্ন দাবিদাওয়া রয়েছে কৃষকদের।

বিজেপি-বিরোধী কিষাণ মহাপঞ্চায়েত নিয়ে সরগরম রাজধানী

শেষ আপডেট: 14 March 2024 14:05


দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের বিজেপি সরকারের কৃষকবিরোধী নীতির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে শুরু হতে চলেছে কিষাণ মহাপঞ্চায়েত। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এই জনসভার আয়োজন করা হয়েছে। কৃষকদের এই সমাবেশের কারণে দিল্লির পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া রামলীলা ময়দান সংলগ্ন এলাকা সহ গোটা শহরে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কাজের দিন রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন দিল্লিবাসী। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, কৃষিঋণ মকুব সহ বিভিন্ন দাবিদাওয়া রয়েছে কৃষকদের।

এদিনের মহাপঞ্চায়েত থেকে একটি সংকল্পপত্র গ্রহণ করা হবে। সেখানে বিজেপির বেনিয়া, সাম্প্রদায়িক এবং স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী আন্দোলনের ডাক দেবে। ইতিমধ্যেই রামলীলা ময়দানে শয়ে শয়ে কৃষক এসে জমায়েত হয়েছেন। এদিনের সভার বিষয়ে ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকায়ত বলেন, আমাদের নেতৃত্ব আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়ে দেবে পরবর্তী কর্মসূচি কী হবে। সহায়ক মূল্যের নিশ্চয়তা আইন একটি বড় ইস্যু।

কিষাণ মহাপঞ্চায়েতের পরিপ্রেক্ষিতে এদিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের কৃষক সমাজের প্রতি বার্তা দিয়েছেন। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটের নেতাদের সঙ্গে ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন তিনি বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কৃষকদের দাবি তুলে ধরবে। এটাই হবে ইন্ডিয়া জোটের প্রধান কাজ। অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, কৃষকদের দাবি নিয়ে কংগ্রেসের কোনও মাথাব্যথাই নেই। এর আগে কৃষকদের সঙ্গে সরকার কাঁদানে গ্যাস দিয়ে আপ্যায়ন করেছিল। কিন্তু, এখন কৃষকদের চাপে তাঁদের মহাপঞ্চায়েত করার অনুমতি দিয়েছে সরকার।


ভিডিও স্টোরি