শেষ আপডেট: 2nd October 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: চিতাবাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সময় যত গড়াচ্ছে উত্তরপ্রদেশে ‘মানুষখেকোর’ দাপটে বাড়ছে আতঙ্ক। এবার চিতাবাঘের হামলায় প্রাণ হারালেন এক কৃষক।
ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের দক্ষিণ খেরির অন্তর্গত ভাদাইয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর। সূত্রের খবর, মৃত কৃষকের নাম প্রভু দয়াল। তিনি শাহাপুর রাজা গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, স্থানীয় একটি আখের খেতে কাজ করছিলেন ৫০ বছর বয়সি কৃষক। আচমকাই তাঁর উপর হামলা চালায় চিতাবাঘটি।
সূত্রের খবর, একাই মাঠে কাজ করছিলেন কৃষক প্রভু। চিতাবাঘটি আক্রমণ করলেও সেইসময় কাউকে ডাকলেও সাড়া মেলেনি বলে অভিযোগ। তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
দিনকয়েক আগেই উত্তরপ্রদেশে বনকর্মীর উপরে হামলার ঘটনায় এক চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। অন্যদিকে গত ২৭ অগস্ট চিতাবাঘের হামলায় অম্বরীশ কুমার নামে এক কৃষকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ বন দফতরের। চিতাবাঘের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। পিছিয়ে নেই গ্রামবাসীরাও। তাঁরাও চিতাবাঘের খোঁজে লাঠি হাতে রাস্তায় নেমেছেন বলে খবর।
এমনিতেই যোগীরাজ্যের বাহরাইচের মানুষ নেকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিশু হোক বা বয়স্ক নেকড়ের হামলায় প্রাণ যাচ্ছে অনেকেরই। এবার চিতাবাঘের হানায় এক কৃষকের মৃত্যুর ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশে।