শেষ আপডেট: 9th January 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শম্ভু সীমানায় বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক। তড়িঘড়ি তাঁকে পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে সেখানে মৃত্যু হয় তাঁর।
মৃতের নাম রেশম সিং (৫৫)। তরণ তারণ জেলার পাহুবিন্দ গ্রামের বাসিন্দা। শেষ ১০ দিন ধরে তিনি শম্ভু এলাকায় আন্দোলনে বসেছিলেন। তাঁর কাছে এক একরেরও কম জমি রয়েছে।
এবিষয়ে কিষান মজদুর মোর্চার নেতা স্মরণ সিং পান্ধের বলেন, 'আজ সকাল সাড়ে ৯টা নাগাদ রেশম সিং অসুস্থ বোধ করেন। আসেন কৃষকদের লঙ্গরে। তাঁকে জিজ্ঞাসা করা হলে জানিয়ে দেন, তিনি বিষ খেয়েছেন। এসব শুনে সতীর্থরা দ্রুত রাজিন্দ্র হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শুরু হয়। দুপুরে সেখানেই মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি মোদী সরকারকে কাঠগড়ায় তুলে যান।'
অভিযোগ, আইসিইউ না থাকায় শেষ সময়ে দ্রুত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শম্ভু সীমানাতেই আত্মহত্যা করেছিলেন এক কৃষক। ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের সেখানে কৃষক-আত্মহত্যার ঘটনায় স্তম্ভিত সকলে।
স্মরণ সিং পান্ধেরের দাবি, মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিতে হবে মোদী সরকারকে। ছেলেকে দিতে হবে সরকারি চাকরি। দাবি পূরণ করা না হলে দেহের ময়নাতদন্ত করতে দেওয়া হবে না। করা হবে না সৎকার।
নভেম্বরের শেষ থেকেই দফায় দফায় শম্ভু সীমানা থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে এগোনোর চেষ্টা করেছিলেন কৃষকেরা। পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল প্রশাসনও। এলাকায় জারি হয় ১৬৩ ধারা। কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলে তাঁদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। বার বার কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, পেনশনের ব্যবস্থা ও বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে ২০২৪-এর ১৩ ফেব্রুয়ারি কৃষকদের এই আন্দোলন চলছে। পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমানায় অবস্থানে রয়েছেন কৃষকরা। ২৬ নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে জেগে ওঠে।
এই ডাল্লেওয়ালের অনশন আত্মহত্যার অন্যতম কারণ বলে মৃত্যুর আগে জানিয়েছেন রেশম সিং।