যোগী আদিত্যনাথ (ফাইল ছবি)
শেষ আপডেট: 5th March 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন নৌকাচালকদের শোষণের অভিযোগ তুলেছিল প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তবে সেই অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, মহাকুম্ভে মাঝিরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, মাত্র ৪৫ দিনে এক মাঝির পরিবার ৩০ কোটি টাকা আয় করেছে। তা নিতান্তই কম নয়।
যোগীর দাবি, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত মহাকুম্ভ চলেছে। এই সময়ে এক মাঝির পরিবার, যাদের ১৩০টি নৌকা রয়েছে, বিপুল লাভবান হয়েছে। হিসাব দেখিয়ে তিনি জানান, প্রতিটি নৌকা ৪৫ দিনে ২৩ লক্ষ টাকা করে আয় করেছে, যা প্রতিদিনের হিসাবে দাঁড়ায় ৫০ থেকে ৫২ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিরোধীরা এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, মহাকুম্ভ চলাকালীন পদপিষ্টের মতো ঘটনাগুলি থেকে নজর ঘোরানোর জন্যই এই গল্প ফাঁদা হয়েছে। যদিও বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মহাকুম্ভ শুধু ধর্মীয় আয়োজন ছিল না, এটি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে।
তিনি আরও বলেন, প্রয়াগরাজ সফরের সময় তিনি বিভিন্ন কর্মীদের সঙ্গে কথা বলেছেন, যাঁদের নিরলস প্রচেষ্টায় মহাকুম্ভ সাফল্য পেয়েছে। নৌকার মাঝি থেকে পুলিশ কর্মী— সকলের অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিরোধীদের নিশানা করে বলেন, 'তাঁরা শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, অথচ আমাদের সরকার বরাবর বঞ্চিত ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।'