শেষ আপডেট: 13th September 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থীর বিসর্জনে কেলেঙ্কারি। সোনার চেন হারিয়ে বিপাকে দম্পতি। একটা চেন খুঁজতে ১০ হাজার লিটার জল ফেলে দিতে হল বেঙ্গালুরুতে। ১০ ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর অবশেষে মিলল 'সোনার' টুকরো হার। ফেরত দেওয়া হল মালিককে।
গত শনিবার ছিল গণেশ চতুর্থী। ধুমধাম করে গণেশ পুজো করেছিলেন বেঙ্গালুরুর বিজয়নগরের দম্পতি। প্রতিমাকে পরিয়েছিলেন সোনার চেন।
পুজো শেষে ৪ লাখের ওই চেন সহ প্রতিমাটি একটি মোবাইল ট্যাঙ্কে বিসর্জনের উদ্দেশে নিয়ে যান তাঁরা। সমস্যাটা হয় তারপর। রামাইয়া ও উমা দেবী বিসর্জনের সময় প্রিয় গণপতির গলা থেকে চেনটি খুলতেই ভুলে যান। ফুল-মালার মাঝে সেটি আর তাঁদের চোখে পড়েনি। বিসর্জন শেষে বাড়ি ফেরার পর চেনের কথা মনে পড়ে তাঁদের।
প্রায় ১ ঘণ্টা পর মোবাইল ট্যাঙ্কে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। এলাকায় উপস্থিত লোকজন এবং যাঁরা বিসর্জনের কাজে যুক্ত ছিলেন, তাঁরা ওই দম্পতিকে জানান, চেনটি যে সোনার তা তাঁরা বুঝতে পারেননি। চেনটি বিসর্জনের সময় প্রতিমার গলাতেই ছিল।
চেন খুঁজে না পেয়ে ওই দম্পতি মাগাদী রোড পুলিশ স্টেশনে বিষয়টি জানান। খবর যায় গোবিন্দরাজ নগরের বিধায়ক প্রিয়া কৃষ্ণার কাছেও।
বিধায়ক সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন এবং ওই মোবাইল ট্যাঙ্কের কনট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেন। ট্যাঙ্কে নেমে স্থানীয় ছেলেরা খোঁজাখুঁজি করলেও কিছু পাওয়া যায় না। দম্পতিও নাছোড়বান্দা। অবশেষে ১০ হাজার লিটার ট্যাঙ্ক খালি করার অনুমতি চান তাঁরা। অনুমতি মিললে স্থানীয়রা লেগে পড়েন গণেশের চেন খুঁজতে। ঘটনার পরের দিন সকালে মাটির মধ্যে থেকে চেনটি পাওয়া যায়।