শেষ আপডেট: 8th November 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের প্রথম ৯ মাসে চরমভাবাপন্ন আবহাওয়ার বলি ৩২০০ জন। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে ২ লক্ষ ৩০ হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট-এর সমীক্ষায় এই বিপজ্জনক প্রবণতার তথ্য ধরা পড়েছে। রিপোর্টে বলা হয়েছে, বছরের প্রথম ৯ মাসের ২৭৫ দিনের মধ্যে ২৫৫ দিন অর্থাৎ ৯৩ শতাংশ দিনই চরমভাবাপন্ন আবহাওয়ার বা সহজ কথায় খরা, বন্যা বা প্রবল তাপপ্রবাহের শিকার হয়েছে।
সিএসই রিপোর্ট বলছে, কঠোর আবহাওয়ার কারণে ভারতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৩২৩৮ জনের মৃত্যু হয়েছে। ৩.২ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং ২,৩৫,৮৬২টি বাড়ি ভেঙে গিয়েছে। এছাড়াও সাড়ে ৯ হাজারের কাছাকাছি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।
গত বছর এই একই সময়ে অর্থাৎ ২৭৩ দিনের মধ্যে ২৩৫ দিনই ছিল চরমভাবাপন্ন আবহাওয়ার। যেখানে ২৯২৩ জনের মৃত্যু, ১.৮৪ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট, ৮০,২৯৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৯২,৫১৯টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছিল।
রিপোর্টে উল্লেখ রয়েছে, মধ্যপ্রদেশে ১৭৬ দিন চরমভাবাপন্ন আবহাওয়া ছিল। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরেই রয়েছে কেরল। সেখানে ৫৫০ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মধ্যে শীর্ষে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, সেখানে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের। তৃতীয় স্থানে অসম, মৃতের সংখ্যা ২৫৬। অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি বাড়ি-ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫ হাজার ৮০৬টি বাড়ি ভেঙেছে অন্ধ্রে। দেশে ক্ষতিগ্রস্ত শস্যজমির মধ্যে মহারাষ্ট্রে ৬০ শতাংশের বেশি ফসল নষ্ট হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
রিপোর্ট অনুযায়ী, ১৩৭৬ জনের মৃত্যু হয়েছে বন্যায় এবং ১০২১ জন মারা গিয়েছেন বজ্রপাত ও ঝড়ে। তাপপ্রবাহে দেশে ২১০ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে সিএসই রিপোর্ট।