পুলিশের হাতে গ্রেফতার
শেষ আপডেট: 13th January 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত প্রেমিকার স্বামী এবং বাবাকে খুন করতে সুপারি দিয়েছিলেন প্রেমিক। কিন্তু একটা ভুলবোঝাবুঝি হয়ে গিয়েছিল। কী না, কাদের মারতে হবে, তা বুঝতে ভুল করেছিল দুষ্কৃতীরা। আর তাতেই শেষ পর্যন্ত প্রেমিকার বাবা ভেবে অন্য একজন ট্যাক্সি চালককেই খুন করে ফেলল ভাড়া করা দুষ্কৃতীরা।
ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই এক আইনজীবী-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আফতাব আহমেদ নামে গ্রেফতার হওয়া ওই আইনজীবী জেরায় স্বীকার করছেন যে বিবাহিত প্রেমিকার পরিবারকে খতম করে ফেলতে কাড়ি কাড়ি টাকা খরচ করে ভাড়াটে খুনিদের সুপারি দিয়েছিলেন।
গত ৩০ ডিসেম্বর লখনউয়ে খুন হন মহম্মদ রিজওয়ান নামে একজন ট্যাক্সি চালক। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পরে তথ্যপ্রমাণ জোগাড় করে কৃষ্ণকান্ত এবং ইয়াসির নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা।
এর পরই যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তখন আসল ঘটনা জানতে পারেন তদন্তকারীরা। সামনে আসে চাঞ্চল্যকর তথ্য৷
এ দিকে ওই আইনজীবী খুনের জন্য দুষ্কৃতীদের সঙ্গে ২ লক্ষ টাকার রফা করেছিলেন। কিন্তু ভুল ব্যক্তিকে খুন করায় বাকি টাকা দিতে অস্বীকার করেন তিনি। যা নিয়ে দু'পক্ষের মধ্যে চরম ঝামেলা শুরু হয়।
শেষ পর্যন্ত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র-সহ ১৪টি গুলিও উদ্ধার করেছে পুলিশ।