শেষ আপডেট: 28th November 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: সেনা স্কুলের সামনে বিস্ফোরণের এক মাস পেরতে না পেরতেই ফের বিস্ফোরণ দিল্লিতে। এবার প্রশান্ত বিহারের পিভিআর সিনেমা। বৃহস্পতিবার সকাল ১১.৪৮-এ কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ দল।
দিল্লির সেনা স্কুলের সামনে বিস্ফোরণ হয় ২০ অক্টোবর সকালে। ক্ষতিগ্রস্ত হয় স্কুলটির দেওয়াল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের বাড়ির জানলার কাচ, পার্ক করা গাড়ি কেঁপে ওঠে। বিস্ফোরণটিকে 'ডায়রেকশনাল ব্লাস্ট' বলে দাবি করেন তদন্তকারীরা।
বৃহস্পতিবারের এই বিস্ফোরণ সম্পর্কে যদিও এপর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। বিশেষ দলও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, পিভিআর-এর কাছে একটি পার্ক রয়েছে। তার দেওয়ালে বিস্ফোরণটি হয়। ঘটনাস্থলে পাউডারের মতো সাদা গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছে। এই একই ধরনের সাদা গুঁড়ো পদার্থ সেনা স্কুলের বিস্ফোরণেও পাওয়া গিয়েছিল।
বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।