শেষ আপডেট: 11th November 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের বহু দেশ চিন্তিত। কিন্তু ভারত সেই তালিকায় নেই। বলেছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মুম্বইতে আদিত্য বিড়লা স্কলারশিপ প্রোগ্রামের রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সু-সম্পর্কের কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, মার্কিন প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হওয়ার পর ট্রাম্প বিশ্বের যে তিন নেতার সঙ্গে কথা বলেছেন, তাঁদের একজন আমাদের প্রধানমন্ত্রী। জয়শঙ্কর বলেন, আজকের ভারতকে কেউ উপেক্ষা করতে পারে না।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্প ফিরে আসায় বহু দেশ শঙ্কিত। আর্থিক ও সামরিক দ্বন্দ্ব ফের বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জবাবে জয়শঙ্কর বলেন, ভারত সেই দেশগুলির তালিকায় নেই। আমরা আতঙ্কিত নই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গেও কাজ করেছেন। সকলের সঙ্গেই তাঁর সু-সম্পর্ক ছিল। এটাই তাঁর কাজের উল্লেখযোগ্য দিক।
বিদেশমন্ত্রী দাবি করেন, নরেন্দ্র মোদীর সময়ে ভারতের অর্থনৈতিক প্রগতি গোটা বিশ্বের কাছে ভারতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ভারতের এই সাফল্যকে কোনও দেশই উপেক্ষা করতে পারছে না। আর্থিক অগ্রগতির সুবাদে দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা গিয়েছে।
জয়শঙ্করের কথায়, ভারত অন্য দেশকে শুধু তাদের সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব দিয়ে বিচার করে না। আমরা বিচার করি আর্থিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানব সম্পদ দিয়ে। তাঁর দাবি, এই সব ক্ষেত্রেই ভারত এখন বিশ্বের কাজে আলোচ্য। মনে করা হচ্ছে, একথা বলে জয়শঙ্কর আমেরিকা ও চিনকে বার্তা দিতে চেয়েছেন। তাঁর কথায়, ভারতের শিক্ষিত ও দক্ষ তরুণ সমাজ দেশের অনেক বড় শক্তি। জয়শঙ্কর বলেন, বিদেশে যে কোনও আলোচনায় আমি আমাদের এই মানব সম্পদের কথা তুলে ধরি।