শেষ আপডেট: 14th January 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: বান্ধবীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ২৩ বছর বয়সি তাপস। গত শনিবার নয়ডার একটি অ্যাপার্টমেন্টের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রাক্তন বান্ধবীকেই গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করে বলে খবর।
পুলিশ সূত্রে খবর্, তাপস ও তাঁর প্রাক্তন বান্ধবী দু’জনে একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। প্রেমের সম্পর্কে জড়টিয়ে পড়ার পর তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেন। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও তাপসের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন তরুণী। বারবার চেষ্টা করেও কিছুতেই সম্পর্ক জোড়া লাগাতে পারেননি এলএলবি-র ছাত্র।
শনিবার, তাপস তাঁর এক বন্ধুর বাড়ি নয়ডার সেক্টর ৯৯-এর সুপ্রিম টাওয়ারে পার্টি করতে যান। সেখানেই তাপসের বন্ধুরা প্রাক্তন বান্ধবীকে ডেকে পাঠান বলে খবর। দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে স্বাভাবিক জীবন শুরুর পরামর্শ দিলেও তরুণী একেবারেই রাজি হননি বলে খবর। পরিষ্কার জানিয়ে দেন, আর তাঁর পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এ কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি তাপস, সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
এরপরই তাপসের পরিবার বান্ধবীর বিরুদ্ধে ছেলেকে মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতেই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আদালত জানিয়েছে, তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু কোনওভাবেই যুবককে আত্মহত্যার প্ররোচনা দেননি। তাই তাঁকে জামিন দেওয়া হয়।
মৃত পড়ুয়ার বাবাও একজন আইনজীবী, গাজিয়াবাদের বাসিন্দা। তিনি জানিয়েছেন, আদালতের রায়ে তিনি খুশি নন। ছেল।এর মৃত্যুর সঠিক বিচার পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।