শেষ আপডেট: 11th September 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করে দিল নরেন্দ্র মোদী সরকার। জানানো হল, দেশের সব ৭০ বছরের বেশি বয়সি মানুষ স্বাস্থ্যবিমার আওতায় চলে আসবেন। তাঁরা সকলেই সেই সুবিধা পাবেন। বুধবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবে স্বস্তি পেয়েছেন দেশের কয়েক কোটি পরিবার।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'র অধীনে ৪.৫ কোটি পরিবার তো বটেই, ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ মিলবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষই এই সুবিধা পাবেন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আয়ুষ্মান ভারত প্রকল্পটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের দাবি, এত বছরে এই প্রকল্প থেকে একদিকে যেমন কয়েক কোটি মানুষ উপকৃত হয়েছেন, অন্যদিকে দেড় লক্ষের বেশি স্বাস্থ্যকেন্দ্রও খোলা হয়েছে। সম্প্রতি জানা গেছিল, এই প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। বুধবার তারই সরকারি ঘোষণা হয়ে গেল।
মোদী সরকার ৩.০ গঠনের পর ২০২৪ সালের বাজেটে আয়ুষ্মান ভারত নিয়ে তেমন কিছু ঘোষণা করা হয়নি। অথচ বিজেপির ইস্তেহারে বলা হয়েছিল, এবার জিতলে ৭০ বছরের বেশি বয়সিদের বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে। বাজেট ঘোষণার পর স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু বাজেটে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল।
বর্তমানে এই প্রকল্পে ৭,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ গত বছরে ছিল ৬,৮০০ কোটি টাকা। এবার ৭০ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকারকে আরও কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করতে হতে পারে।