Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Maharashtra government - Indian Flag

জাতীয় পতাকা কাগজের হলেও রক্ষা করতে হবে পূর্ণ মর্যাদা, জানাল মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর জনগণের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে।

জাতীয় পতাকা কাগজের হলেও রক্ষা করতে হবে পূর্ণ মর্যাদা, জানাল মহারাষ্ট্র সরকার

শেষ আপডেট: 19 January 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: পূজার ফুল ভালবাসা হয়ে যাক বা না যাক, পুজো শেষে সেই ফুল যে অস্থানে-কুস্থানে ফেলা যায় না একথা জানেন সব ঈশ্বরপ্রেমী মানুষ। কিন্তু বহু দেশপ্রেমী মানুষই জানেন না কোনও নির্দিষ্ট অনুষ্ঠানের পর প্রদর্শিত জাতীয় পতাকা কীভাবে সংরক্ষণ করতে হয়। বিশেষ করে সেই জাতীয় পতাকা যদি তৈরি হয় কাগজ দিয়ে। 

সাতদিন পরই  প্রজাতন্ত্র দিবস। পাড়ায় পাড়ায়, স্কুলে-কলেজে, ক্লাবে, হাটে বাজারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মূল পতাকাটি কাপড়ের হলেও, পতাকা দণ্ডের দু’ধার ধরে নেমে আসবে কাগজের পতাকার সারি। দড়িতে আঠা দিয়ে কাগজের পতাকার ‘শিকল’ বানিয়ে টাঙিয়ে দেওয়া হবে পথের এ  মাথা থেকে ও মাথা। এ সবই আমাদের পরিচিত দৃশ্য। অনুষ্ঠান মিটে গেলে অর্থাৎ ২৭ বা ২৮ জানুয়ারি মাথার উপর টাঙানো পতাকা দড়ি সমেত ছিঁড়ে পড়বে মাটিতে। এই দৃশ্যও পরিচিত। কাগজের বলেই সেই ‘ভূলুণ্ঠিত’ পতাকা নিয়ে আর কারও কোনও মাথা ব্যথা থাকবে না। 

পতাকা দেশের সার্বভৌমত্বের প্রতীক। সেটা যে মাধ্যমেই প্রকাশিত হোক, তার কোনও অবমাননা দেশকে অবমাননা করার সামিল। এই কারণেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর জনগণের উদ্দেশে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের জাতীয় পতাকা  দেশের আশা-আকাঙ্খার প্রতীক। সে কারণেই তা মর্যাদাপূর্ণ। জাতীয় পতাকার প্রতি মানুষের ভালবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রশ্নাতীত। কিন্তু একই সঙ্গে সচেতনতার অভাবে জাতীয় পতাকার যথাযোগ্য ব্যবহার বিধি সম্পর্কে অনেকেই অবহিত নন। এই কারণে ‘জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ আইন’ (The Prevention of Insults to National Honour Act. 1971) এবং জাতীয় পতাকা ব্যবহার বিধি ২০০২ জানা দরকার যা দেখতে পাওয়া যাবে  মহারাষ্ট্র সরকারের ওয়েবসাইটে। 

এই ব্যবহারবিধির একটি ধারায় বলা হয়েছে, কাগজের তৈরি জাতীয় পতাকা, যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়, সেগুলিকে অনুষ্ঠান শেষে যেখানে সেখানে, পথে ঘাটে ফেলে দেওয়া যাবে না। সেগুলিকে একান্ত ব্যক্তিগতভাবে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে বিনষ্ট করতে হবে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জনগণকে সচেতন করতে উদ্যোগী হতে বলা হয়েছে।


ভিডিও স্টোরি