শেষ আপডেট: 13th November 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: অধিবেশনের প্রথম দিন থেকে ৩৭০ ধারা নিয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর বিধানসভা। এনিয়ে রাজনৈতিক চাপানউতরও কম চলছে না দেশে। মহারাষ্ট্রে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন। আজ বুধবার ধুলেতে গিয়ে সেই ৩৭০ ধারা নিয়েই সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। করলেন বিস্ফোরক মন্তব্য।
আর আট দিন বাকি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহাজুটি অর্থাৎ বিজেপি সমর্থিত গোষ্ঠীর হয়ে বুধবার প্রচারের ময়দানে নামেন অমিত শাহ। ধুলেতে একটি রোড শো করেন তিনি। সেখান থেকেই কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। উঠে আসে ৩৭০ ধারার প্রসঙ্গ। স্থানীয় বিভিন্ন ইস্যুর সঙ্গেই ৩৭০ ধারা ও কাশ্মীরকে 'বিশেষ' তকমা দেওয়ার বিষয় নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেন।
অমিত শাহ এদিন বলেন, '৩৭০ ধারা কাশ্মীরে ফেরানো হবে না। কংগ্রেস যতই চেষ্টা করুক। যদি ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে ফিরেও আসেন, তাহলেও ৩৭০ ধারা ফেরানো হবে না।' এরপরই উঠে আসে সংরক্ষণের বিষয়।
সম্প্রতি চাকরি ও পড়াশোনায় সংরক্ষণ চেয়ে কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন উলেমারা। তাঁদের দাবি ছিল, যদি এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষজন সংরক্ষণ পায়, তাহলে সংখ্যালঘুরাও পাক। আর তা না হলে বাকিদেরও সংরক্ষণের তালিকা থেকে তুলে নেওয়া হোক। এই সূত্র ধরেই এদিন রাহুল গান্ধীকে অমিত শাহ সাফ জানিয়ে দেন, 'মনে রাখতে হবে দলিত, জনজাতি ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষজনের জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, তা কোনওভাবেই মুসলিমদের দিয়ে দেওয়া হবে না। রাহুল গান্ধী পরবর্তী চতুর্থ প্রজন্ম আসলেও হবে না।'
কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, 'গোটা কংগ্রেস দলটাই চলছে মানুষকে ভুল বুঝিয়ে, ঠকিয়ে ও প্রতারণা করে। ২০২২ সালে ওরা বলেছিল, নতুন সরকার ক্ষমতায় আসার পর না কি মহারাষ্ট্রে কেন্দ্রীয় বরাদ্দ কমে গেছে। কিন্তু রিপোর্ট বলছে একনাথ শিন্ডে এবং ফড়নবীশ সরকার গড়ার পর বর্তমানে মহারাষ্ট্র দেশে এফডিআই ফ্লো বাড়াতে সর্বপ্রথমে স্থানে রয়েছে।'
এখানেই শেষ নয়। এরপর মহা বিকাশ আগাড়ি জোটকে 'ঔরঙ্গজেবের ফ্যান ক্লাব' বলে উল্লেখ করেন অমিত শাহ। বলেন, 'ওরা মহারাষ্ট্র থেকে টাকা তুলে দিল্লি পাঠাবে।'
এই সব নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।