শেষ আপডেট: 15th June 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টি এবং তার জেরে ধস, সিকিমে এই মুহূর্তে হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে। তাঁদের মধ্যে অনেকেই বাংলার। সূত্রের খবর, পর্যটকদের উদ্ধারকাজ রবিবার থেকেই শুরু হবে। তবে কত দ্রুত এই কাজ সম্পন্ন করা যায় তার অনেকটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর।
আলিপুর আগেই জানিয়েছে, আগামী কয়েকদিন আরও দুর্যোগ চলবে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্যে। ইতিমধ্যে সিকিমের বহু রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস নেমে সেতু ভেঙে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে যোগাযোগ ব্যবস্থা যাতে ঠিক থাকে তাই কিছু জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় সেতু সারাইয়ের কাজ হয়েছে বলে জানা গেছে। এবার শুরু হচ্ছে পর্যটকদের উদ্ধারকাজ।
শুক্রবার থেকে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। আকাশপথে পর্যটকদের উদ্ধার করা কতটা সম্ভব সে ব্যাপারে আলোচনা হয়েছে। তবে আবহাওয়া নেতিবাচক হলে ভরসা সেই সড়কপথই। কারণ টানা বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় চপার চালানো মুশকিল হবে।
সূত্রের খবর, পুরোটা না হলেও সিকিমের কিছু এলাকায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আটকে থাকা পর্যটকদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মীরা। প্রশাসনের দাবি, পর্যটকরা সকলেই সুস্থ রয়েছেন।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই পর্যটকদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটকদের উদ্ধারের কাজে একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। সাহায্যের জন্য দুজন আধিকারিকের ফোন নম্বরও দেওয়া হয়েছে। এগুলি হল- রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) মোবাইল নম্বর।