শেষ আপডেট: 9th February 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: পেটিএমে একের পর এক ধাক্কা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর এবার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন (ইপিএফও)। সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ইপিএফ অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে কোনও টাকার লেনদেন করা যাবে না।
পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর গত ৩১ জানুয়ারী বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ক্রেতাদের থেকে টপ-আপ বাবদ কোনও ডিপোজিট নিতে পারবে না। ওয়ালেট, ফাসট্যাগের লিঙ্ক অ্যাকাউন্টও চলবে না। যদিও ক্রেতার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এরপর ৯ দিনের মাথায় বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইপিএফও। যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ইপিএফ অ্যাকাউন্টগুলিতে টাকা জমা দেওয়া কিংবা তোলার কোনও আবেদন নেওয়া হবে না। ইপিএফও-র সিদ্ধান্তের জেরে যে গ্রাহকদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁদের টাকা লেনদেনে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে জানানো হয়েছিল, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাকাউন্ট খোলার মতো আর্থিক সংস্থাটির ধারাবাহিকভাবে অনিয়ম সহ আরও অনেক ত্রুটি ধরা পড়েছে।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে রিজার্ভ ব্যাঙ্ক এক নির্দেশে জানিয়েছিল, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নতুন কোনও ক্রেতার খাতা খুলতে পারবে না। তারপরই এই বছর জানুয়ারিতে পেটিএমের ব্যাঙ্কিং অপারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার পিএটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ইপিএফ অ্যাকাউন্টেও কোপ পড়ল।