শেষ আপডেট: 11th July 2024 23:08
দ্য ওয়াল ব্যুরো: বাজেটের আগেই বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। Employees Provident Fund Organization বা ইপিএফও-র সুদের হার বাড়ল।
আগে পিএফ এর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবার তা ০.১০ শতাংশ বেড়ে হল ৮.২৫ শতাংশ। এর ফলে উপকৃত হবেন সাড়ে সাত কোটি ইপিএফও সদস্য। চলতি বছরের শুরুতে সুদ বৃদ্ধির কথা বলা হয়েছিল ইপিএফও-র তরফে। এবার তাতেই চূড়ান্ত সিলমোহড় দিল অর্থমন্ত্রক।
টুইটারে পোস্ট করে এখবর জানিয়েছে ইপিএফও। সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।
এর আগে ইপিএফও অগ্রিম টাকা তোলার ঊর্ধ্বসীমায় পরিবর্তন করেছিল। আগে ইপিএফও অ্য়াকাউন্ট থেকে অগ্রিম সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যেত। এখন সেটা বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। এবং এখন মাত্র তিনদিনের মধ্যে অ্যাকাউন্টের সেটেলমেন্ট হয়ে যায়। বাজেটের আগে এই ঘোষণায় খুশি ইপিএফও সদস্যরা।
ইপিএফ পরিষেবা কী?
ইপিএফও-র আওতাভুক্ত গ্রাহকরা প্রতি মাসে তাঁদের রোজগারের ১২ শতাংশ অর্থ কন্ট্রিবিউশন হিসেবে জমা দেন ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ড খাতে। ওই গ্রাহকের হয়ে তাঁর নিয়োগকর্তা আরও ১২ শতাংশ অর্থ পিএফ খাতে কন্ট্রিবিউট করেন। এর পরে ওই মোট অর্থের ৮.৩৩ শতাংশ যায় গ্রাহকের এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস) এবং বাকি ৩.৬৭ শতাংশ যায় তাঁর ইপিএফ অ্যাকাউন্টে। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে কর্মী পিএফের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি।