শেষ আপডেট: 28th February 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের (PF) উপর সুদের হার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮.২৫% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
সূত্রের খবর, এই সুদের হার কার্যকর হতে গেলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। কারণ ইপিএফও-র সুদের হার নির্ধারণ করে থাকে সংস্থার কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। সেই মতোই এটি এখন অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য বোর্ডে পাঠানো হবে। সেই বোর্ডে শ্রমিক সংগঠনের প্রতিনিধির পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রতিনিধিরাও থাকেন। অনুমোদন মিললেই ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদ যোগ হবে।
কোনও কোনও সূত্রের খবরে মনে করা হচ্ছিল, এবারে ইপিএফও-র সুদের হার কমানো হতে পারে, এই আবহে ইপিএফও-তে সুদের হার অপরিবর্তিত থাকায় চাকরিজীবীরা স্বস্তি পেলেন।
২০২৩-২৪ সালে সুদের হার সামান্য বৃদ্ধি পেয়ে ৮.২৫% হয়, যা ২০২২-২৩ সালে ছিল ৮.১৫%।
২০২১-২২ সালে এটি নেমে আসে ৮.১%-এ, যা ছিল ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন।
২০২০-২১ সালে এই হার ছিল ৮.৫%, ২০১৯-২০ অর্থবছরেও একই ছিল।
২০১৫-১৬ সালে ৮.৮% সুদ দেওয়া হলেও, ২০১৬-১৭ ও ২০১৮-১৯ সালের মধ্যে তা ৮.৫৫%-৮.৬৫% এর মধ্যে ওঠানামা করেছে।
প্রসঙ্গত, বর্তমানে যাঁদের বেতন প্রতি মাসে ১৫ হাজার টাকা বা তার বেশি, তাহলে এই স্কিমের আওতায় নাম লেখানো বাধ্যতামূলক। এতে কোম্পানি বেতন থেকে একটি অংশ কেটে নেয় এবং ইপিএফও অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে। এই সম পরিমাণ অর্থ কোম্পানির তরফ থেকেও জমা করা হয়।
কর্মচারীদের বেসিক পে এবং ডিএ-র ১২ শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। এর উপর, সংশ্লিষ্ট সংস্থাও একই অর্থ জমা করে কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে। কোম্পানির এই টাকার মধ্যে ৩.৬৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে যায়, বাকি ৮.৩৩ শতাংশ পেনশন স্কিমে যায়।