দ্য ওয়াল ব্যুরো: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা প্রভিডেন্ট ফান্ড (EPFO) শীঘ্রই তৃতীয় দফার সংস্করণ চালু করতে চলেছে। এর ফলে কর্মীরা এটিএম-এর মাধ্যমে সরাসরি টাকা তোলার সুবিধা পাবেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই ঘোষণা করে জানয়েছেন, ইপিএফও ৩ এবার ব্যাঙ্কের মতো কাজ করবে।
বৃহস্পতিবার হায়দরাবাদে ইপিএফও-র নতুন অফিস উদ্বোধনের সময় শ্রমমন্ত্রী বলেন, 'EPFO 3.0 চালু হলে এটি কার্যত একটি ব্যাংকের মতো কাজ করবে। ইপিএফও গ্রাহকরা তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ব্যবহার করে সব ধরনের লেনদেন করতে পারবেন।'