স্বাধীন ভারতে (India) এই প্রথম। ১০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসে থাকা শত্রুকে নিকেশ করেছে দেশের সেনা বাহিনী (Indian Army)।
অমিত শাহ ও নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 18 May 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীন ভারতে (India) এই প্রথম। ১০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসে থাকা শত্রুকে নিকেশ করেছে দেশের সেনা বাহিনী (Indian Army)। ভবিষ্যতেও সন্ত্রাসের বিষদাঁত ভাঙতে দ্বিতীয় বারের জন্য ভাববে না ভারত। শনিবার এক জনসভায় এমনই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
শনিবার গুজরাতের (Gujarat) এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে লাগাতার দেশে জঙ্গি (Terror Attack) হামলার যে জবাব দেওয়া হয়েছে, তাতে অবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব। পাকিস্তান ভয়ের চোটে কাঁপছে। ধ্বংস করে দেওয়া হয়েছে জইশ, লস্করের মতো জঙ্গিদের ঘাঁটি। আমাদের সেনা বাহিনী জঙ্গিদের এমন জবাব দিয়েছে যে, ১০০ কিলোমিটার দূরে বসে থাকা জঙ্গিদের শিবির গুঁড়িয়ে গিয়েছে।"
শাহ আরও বলেন, "পাকিস্তান আমাদের পরমাণু বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছিল। ভেবেছিল ভারত ঘাবড়ে যাবে। উল্টে আমাদের সেনা, নৌসেনা, বায়ুসেনার জবাবি প্রত্যাঘাত দেখে গোটা বিশ্ব আমাদের ধৈর্য ও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ক্ষমতার প্রশংসা করেছে।"
দেশের সেনার শৌর্যের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দৃঢ় মানসিকতা ও সেনার সাহসিকতার যৌথ সমন্বয়ে ভারত এখন কেবল প্রতিক্রিয়াই দেয় না, বরং শত্রুদের উচিত শিক্ষা দেয়।
শাহের কথায়, একশোরও বেশি কুখ্যাত জঙ্গিকে ভারত মেরে ফেলার পর পাকিস্তান এখন ভাবছে, ভয়ে কাঁপছে। ওদের ১৫টি এয়ারবেসে আক্রমণ করা হয়েছে। তবে পাকিস্তানের নাগরিকদের উপর কোনও হামলা হয়নি। ভারত পাক বায়ুসেনার সমস্ত ক্ষমতাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।