প্রতীকী ছবি। ঋণ: দ্য ল অ্যাডভাইস।
শেষ আপডেট: 14th February 2025 10:11
এই ঘটনায় রঙ্গা রেড্ডি জেলা আদালত বার অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা প্রকাশ করেছে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াই কন্ডাল রেড্ডি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বিচারকের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করত, এবং সেই কারণেই সে এমন আচরণ করেছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার আদালতের সমস্ত কার্যক্রম বয়কটও করছেন তাঁরা
ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং উত্তেজিত হয়ে তাঁকে মারধর করে বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যে আসামির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।