শেষ আপডেট: 10th March 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: আগেই বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল বাবার। এবার কোটি কোটি টাকা মদ কেলেঙ্কারির (Liquor Scam) অভিযোগে ছত্তীসগড়ের (Chattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) ছেলে চৈতন্য বাঘেলের (Chaitanya Baghel) উপর চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। জানা গিয়েছে, সোমবার সাতসকালে ছত্তীসগড়ের দুর্গ জেলার ভিলাই শহরে বাঘেলদের বাড়ি-সহ পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ১৪টি জায়গায় হানা দেন তদন্তকারীরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অর্থাৎ পিএমপিএলএ-র মামলা ঝুলছে চৈতন্যর উপর। সে কারণেই এই তল্লাশি অভিযান। এদিনের তল্লাশিতে সেরকম কিছু হাতে পাওয়া না গেলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়েছে বলে খবর।
ইডির পদক্ষেপের সমালোচনা করে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিগত সাত বছর ধরে চলা একটি মিথ্যা মামলা আদালত খারিজ করতেই ইডির তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, সোমবার সকালে ইডির অতিথিরা প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেলের ভিলাই বাসভবনে প্রবেশ করেন। কিন্তু কেউ যদি মনে করেন এমন ষড়যন্ত্র করে পাঞ্জাবে কংগ্রেসকে থামানো যাবে, তাহলে সেটা একেবারেই ভুল ভাবনা।
শুধু এদিন ভিলাই বাসভবনই নয়, টাকা তছরুপ মামলায় চৈতন্য বাঘেলের ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতেও চলে তল্লাশি। প্রসঙ্গত, মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থেই এই তল্লাশি অভিযান বলে খবর।
২০২২ সালের মে মাসে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে (PMPLA) একটি মামলার তদন্ত করেছিল আয়কর দফতর। ওই মামলার তদন্তে নেমে আবগারি দুর্নীতির খোঁজ পায় ইডি। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অভিযোগ উঠেছে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোট ২,১৬১ কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। মদ ব্যবসা থেকে অবৈধ ভাবে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।