শেষ আপডেট: 9th January 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: ভোট ফুরলো, নটেগাছটি মুড়লো। বিজেপি হটাও, দেশ বাঁচাওয়ের যে স্লোগান নিয়ে নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল, তার মেয়াদ ফুরিয়ে এসেছে। এক-এক করে জোট শরিকদের ভিতর থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, এমনটাই দাবি উঠছে বেশ কিছুদিন ধরে। এবার সুদূর কাশ্মীর থেকেও সেই ডাক দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। 'ইন্ডিয়া' জোট তুলে দাও! আওয়াজ তুললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ছেলে ওমর।
লোকসভা ভোটে 'ঝাড়ু-হাতে'র জোট বাঁধলেও দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ও কংগ্রেস একলা চলার নীতি নেওয়ায় জোটের প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে মনে করেন ওমর। দিল্লির নির্বাচন নিয়ে দুই দল শুধু সম্মুখ সমরে নেমেছে তাই নয়, একে অপরের বিরুদ্ধে বাগযুদ্ধও চালাচ্ছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর। তাঁর মতে, লোকসভা নির্বাচনের প্রয়োজনেই যদি ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল, তাহলে এখন সেই জোট ভেঙে দেওয়া উচিত।
প্রসঙ্গত, তাঁর আগে রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদবও বলেছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যেই সীমাবদ্ধ ছিল ইন্ডিয়া জোট। তারই জবাবে ক্ষুব্ধ ওমর বৃহস্পতিবার বলেন, আমি যতদূর জানি বা বিশ্বাস করি, তাতে ইন্ডিয়া জোটের কোনও নির্দিষ্ট মেয়াদ ছিল না। তবে এটা যদি সংসদীয় ভোটের জন্যই গড়ে উঠেছিল, তাহলে এখন তা ভেঙে দেওয়াই উচিত। কারণ ভোটের পর থেকে জোটের কোনও বৈঠকও হয়নি। কোথাও নেতৃত্বদানের বিষয়ে ঠিক হয়নি, কর্মসূচিও নেই এমনকী অস্তিত্ব নিয়েও কোনও টুঁ শব্দটি নেই, মত ওমর আবদুল্লার।
এদিকে, এনসি-র সভাপতি তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বৃহস্পতিবার মোদী বিরোধিতার প্রশ্নে সাফ জানিয়ে দেন, কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারের সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব রয়েছে। সংঘর্ষ ও মতবিরোধের পথ ছেড়ে যৌথভাবে কাজ করার উপর জোর দেন তিনি। ছেলে ওমরকে তিনি জনগণের মুখ্যমন্ত্রী বলে ব্যাখ্যা করে বলেন, সে কারও নির্দেশে কাজ করে না। তবে আপনাদের কি মনে হয়, আমাদের অনর্থক কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে চলা উচিত! সমঝোতামূলক কাজের পরিবেশ গড়ে তোলার উপর জোর দিয়ে ফারুক জানিয়ে দেন, এতে কাশ্মীরের উন্নয়ন হবে। আমরা চাই না অনাবশ্যক কেন্দ্রের সঙ্গে বিবাদ করে চলতে। আমরা যদি লড়াই করতে চাই, তাহলে কী করে কাশ্মীরের উন্নতি হবে, সমস্যা মিটবে, প্রশ্ন তুলেছে ফারুক।