এই অভিযানের এক সপ্তাহ আগেই পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে হত্যা করেছিল সেনা।
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 22 May 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার সিংহপোরা চাত্রু এলাকায় বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হল দুই জঙ্গি। চলমান এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাশি’। সেনার হোয়াইট নাইট কোর জানিয়েছে, এনকাউন্টার শুরু হওয়ার পর ওই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জঙ্গিদের নিকেশ করার অভিযান চলছে। এই ঘটনায় প্রাণ গেছে এক জওয়ানেরও।
সকাল ৭টা নাগাদ সেনার দুই বিশেষ বাহিনী, ১১ রাষ্ট্রীয় রাইফেল, ৭ অসম রাইফেলস এবং কিশতওয়ার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় তিন থেকে চার জন জঙ্গির একটি দল লুকিয়ে আছে বলে খবর আজ ঘিরে ফেলা হয়। এদের মধ্যে দু’জনকে ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে।
এই অভিযানের এক সপ্তাহ আগেই পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে হত্যা করেছিল সেনা। পুলওয়ামার বাসিন্দা আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি ও ইয়াওয়ার আহমেদ ভাটের মৃত্যু হয়।
তারও আগে, গত ১৩ এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে দুই জন, শহিদ কুট্টে ও আদনান শফি ছিলেন সোপিয়ানের বাসিন্দা।
২২ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর লাগাতার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে চালাচ্ছে যৌথ বাহিনী। ঘটনার পর থেকে জোরদার করা হয়েছে দক্ষিণ কাশ্মীরের একাধিক জেলার নিরাপত্তা।