শেষ আপডেট: 14th January 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: পদপিষ্টের ঘটনা। তারপরে ঘটল অগ্নিকাণ্ড। এবার তিরুপতি মন্দিরে চুরির ঘটনা! প্রণামীর স্তূপ থেকে সোনা সরাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক কর্মী। তিনি চুক্তিভিত্তিক কর্মী বলেই জানা গেছে। এই ঘটনায় আবারও মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আগ্রিগোস নামের এক এজেন্সি থেকে চুক্তির ভিত্তিতে নিরাপত্তাকর্মী নেওয়া হয় তিরুপতি মন্দিরে। সেই সংস্থা থেকেই প্রণামী বাক্সে (স্রিভারি হুন্ডি) জমা পড়া বিভিন্ন সামগ্রীর হিসেব রাখতে পাঠানো হয়েছিল ভেরিশেট্টি পেঞ্চালয় নামের ওই যুবককে। জানা গেছে, গত ২ বছর ধরে প্রণামী বাক্স থেকে সোনা সরাচ্ছিলেন তিনি। গত শনিবার ১০০ গ্রাম সোনার বিস্কুট চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ভেরিশেট্টি।
এই চুরির ঘটনা পুরোটাই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। দেখা যায়, একটি ট্রলি ব্যাগ করে সেই সোনা সরানোর চেষ্টা করছিলেন তিনি। চুরি করা সোনাও খুঁজে পাওয়া গেছে। ওই যুবক অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ভেরিশেট্টির কাছ থেকে মোট ৫৫৫ গ্রাম সোনা, ১৫৭ গ্রাম রূপো উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৪৬ লক্ষ টাকা বলে জানা গেছে।
প্রসঙ্গত সোমবারই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু কাউন্টারে আগুন লেগেছিল। তবে স্বস্তির বিষয়ে যে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। মৃত্যুর তো খবর নেই, কেউ গুরুতরও আহতও হননি। কী কারণে এই আগুন লেগেছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।