এই সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করতে হলে তা দেড় মাসের মধ্যে করতে হবে।
ফাইল ছবি
শেষ আপডেট: 20 June 2025 01:35
দ্য ওয়াল ব্যুরো: ভোটের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে সব ভিডিও (Videos) ও ফটো (photos) সংগ্রহ করে সেগুলি এখন থেকে ৪৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। তারপর সেগুলি নষ্ট বা ডিলিট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। তারা রাজ্যগুলির মুখ্য নির্বাচনী অফিসারদের (Chief Electoral Officer of the States) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কমিশন বলেছে, যদি কোনও কেন্দ্রের ভোট নিয়ে মামলা হয় সে ক্ষেত্রে সেখানকার ভিডিও এবং ছবি সংরক্ষণ করা হবে।
কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করতে হলে তা দেড় মাসের মধ্যে করতে হবে। তাছাড়া, ভোট প্রক্রিয়ার নানাপর্বে কমিশন যে সব ভিডিও এবং ছবি করে থাকে সেগুলি পর্যালোচনা করে অনেক অনিয়ম চিহ্নিত করা সম্ভব। নয়া নির্দেশিকায় সেই সুযোগ আর থাকছে না।
বিরোধী দলগুলির বক্তব্য, যত দিন গড়াচ্ছে কমিশন তাদের কাজকর্মের উপর নাগরিক নজরদারিতে ইতি টেনে দিচ্ছে। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধি সংশোধন করে ভোটের পর ভিডিও এবং ছবি দেখার সুযোগ কেড়ে নিয়েছে।
ভোট সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ নিয়ে কমিশন গত বছর ২৪ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়েছিল ভিডিও, ছবি-সহ অন্যান্য নথিপত্র তিন মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তাতে ভোটের দিন ঘোষণা অর্থাৎ আদর্শ আচরণ বিধি চালুর দিন থেকে মনোনয়ন পেশ পর্যন্ত সময়ের নথি তিন মাস সংরক্ষণের কথা বলা হয়। মনোনয়ন থেকে গণনা ও ফল প্রকাশ পর্যন্ত সময়ের নথি সংরক্ষণ করা হবে এক বছর। সবটাই কমিয়ে ৪৫দিন করে দেওয়া হল।