শেষ আপডেট: 4th February 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: রাত পেরোলেই বিধানসভা ভোট। তার চব্বিশ ঘণ্টা আগেই দিল্লিতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। মঙ্গলবার জোড়া অভিযোগ দায়ের হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে দুই আম আদমি পার্টির সমর্থক অস্মিত এবং সাগর মেহতার বিরুদ্ধেও। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করে আটক করেছে পুলিশ। জানা গেছে, নির্বাচনী বিধি না মেনে রাস্তায় জমায়েত করেছেন আতীশী ও আপ সমর্থকরা। দিল্লির ফতেহ সিং মার্গ এলাকার গোবিন্দপুরী থানায় মামলা দায়ের হয়েছে বলে খবর।
গোবিন্দপুরী থানার পুলিশ জানিয়েছে, কালকাজির আপ প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী ও ৫০ থেকে ৭০ জন দলীয় কর্মী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। ঘটনায় আতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গ-সহ দু'টি মামলা দায়ের হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, রমেশ বিধুরির পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাঁকে নিশানা করেছে দিল্লি পুলিশ।
এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলিশ গুণ্ডাগিরি করছে। তুঘলকাবাদ গ্রামের কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি পুলিশ। একজন স্থানীয় যুবক ভিডিয়ো করায় তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। থানার ভিতর তাঁর উপর অত্যাচার করা হয়েছে।’
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী আতিশী বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন রমেশ বিধুরির পরিবার। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না। অথচ আমি নির্বাচন কমিশন ও পুলিশের কাছে অভিযোগ করতে উল্টে আমার নামে মামলা দায়ের করা হল।’ পাশাপাশি দুই আপ সমর্থককে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
Letter given to @DelhiPolice late last night, when they illegally took in custody two youth who were reporting and making a video of MCC violations.
— Atishi (@AtishiAAP) February 4, 2025
No action was taken against those making the violation.
Hope that @ECISVEEP intends to have free and fair elections in Delhi pic.twitter.com/m8QJMe5Ycd
যদিও পুলিশের তরফে সাফ জানানো হয়েছে, বিধুরির পুত্র মণীশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। আতিশীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কারণ তিনি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রচার করছিলেন।
গোটা ঘটনায় আতিশীর নিশানায় জাতীয় নির্বাচন কমিশন। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশন সত্যিই অভূতপূর্ব। রমেশ বিধুরির পরিবারের সদস্যরা প্রকাশ্যে নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। তাঁদের কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আমিই ফোন করে পুলিশ ডাকলাম, কমিশনে সবটা জানালাম আর আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হল? রাজীব কুমারজি আপনি নির্বাচনী প্রক্রিয়াকে আর কত নষ্ট করবেন?’
যদিও পাল্টা দিতে ছাড়েনি কমিশন। এক্স হ্যান্ডেলে পাল্টা জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের আচরণে নির্বাচন কমিশন ভয় পাবে না। আপ নেতাদের দাবি উড়িয়ে কমিশন সাফ জানিয়ে দেয়, দিল্লি ভোটে নির্বাচন কমিশনকে হেয় করার জন্য বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কমিশন সব পরিস্থিতি সাংবিধানিক উপায়ে সামলাতে বদ্ধপরিকর। দিল্লিবাসীকে এই ধরণের বিষয়কে গুরুত্ব না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
जो लड़का वीडियो बना रह था उसको पुलिस मारती हुई ले गई। आप इस वीडियो में देख सकते हैं कि पुलिस उसको लात मार रही है।
— Atishi (@AtishiAAP) February 3, 2025
वीडियो बनाने वाले पर एक्शन। नियम तोड़ने वाले पर कुछ नहीं। pic.twitter.com/jIIV75XFhB
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ ১০টি গাড়ি ও ৬০-৭০ জন সমর্থককে নিয়ে দিল্লির ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন মুখ্যমন্ত্রী আতীশী। পুলিশ তাঁদের সেখান থেকে চলে যেতে বললে তাঁরা কথা শোনেননি। এই অবস্থায় ঘটনার ভিডিও করতে মোবাইল বের করেন এক পুলিশকর্মী। তখনই দুই আপ সমর্থক পুলিশের উপর চড়াও হন। অতিশীর সামনেই এক পুলিশ কনস্টেবলকে সপাটে চড় কষান এক আপ সমর্থক। রীতিমতো হেনস্থা করা হয় সেখানে উপস্থিত পুলিশকর্মীদের।