শেষ আপডেট: 29th January 2025 09:32
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভার নির্বাচন ঘিরে আপ-বিজেপি-কংগ্রেসের ত্রিমুখী লড়াই তীব্রতর। এরই মধ্যে আরও বিপাকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
সম্প্রতি ভোটের প্রচারে কেজরিওয়াল দাবি করেছিলেন, বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে। আপ প্রধানের ওই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়। এরপরই কেজরিওয়ালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস।
এ বিষয়েই কেজরিওয়ালকে নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বুধবার রাত আটটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
কী অভিযোগ ছিল কেজরিওয়ালের?
গত সোমবার নির্বাচনী প্রচারে আপ সুপ্রিমো অভিযোগ করেছিলেন, "যমুনার জলে বিষ মিশিয়েছে বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার। যমুনার ওই জল দিল্লিতে আসে। ফলে তাঁরা আগাম পদক্ষেপ না করলে প্রচুর মানুষের মৃত্যু হত। এর থেকে নোংরা রাজনীতি হতে পারে না।”
এরপরই আপ প্রধানের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস। তার ভিত্তিতে কেজরিওয়ালকে তলব করেছে কমিশন। কৌতূহল হল, নিজের অভিযোগের সপক্ষে কেজরিওয়াল প্রমাণ দিতে না পারলে কী হতে পারে?
কমিশন সূত্রের খবর, এমন গুরুতর অভিযোগে প্রমাণ না দিতে পারলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এখন দেখার অরবিন্দ কেজরিওয়াল আদৌ কোনও প্রমাণ কমিশনে দাখিল করেন কিনা।