শেষ আপডেট: 29th October 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: মৃত ছেলের দেহ আগলে টানা চারদিন বসে রইলেন দৃষ্টিহীন বাবা-মা। এতদিন বসে থাকলেও ওই প্রবীণ দম্পতি ঘুণাক্ষরে টের পাননি তাঁদের ৩০ বছর বয়সি ছেলে আর বেঁচে নেই। পরে স্থানীয়রা ওই বাড়ি থেকে পচা গন্ধ পেতেই সন্দেহ বাড়ে। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়।
হায়দরাবাদের ব্লাইন্ড কলোনির ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের বাবা-মায়ের বয়স ৬০ বছরেরও বেশি। অভিযোগ, টানা চারদিন ছেলেকে জল ও খাবার খাওয়ার জন্য ডাকলেও সাড়া মেলেনি।
জানা গিয়েছে, ওই দম্পতির বয়সের কারণে তাঁদের গলার স্বর এতটাই কমে যায় যে তাঁরা এতদিন ডাকাডাকি করলেও সেই শব্দ প্রতিবেশীদের কানেই পৌঁছয়নি।
পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছলে দেখা যায় টানা চারদিন খাওয়াদাওয়া না করেই ছেলের সামনে বসেছিলেন দৃষ্টিহীন বাবা-মা। ছেলের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পর তাঁদের মুখে জল ও খাবার তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ দম্পতির ছেলে প্রায় ৫ দিন আগে মারা গেলেও বিষয়টি কেউ খেয়াল করেনি। ইতিমধ্যে তাঁদের বড় ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি কর্মসূত্রে অন্য একটি শহরে থাকেন। বড় ছেলে না আসা পর্যন্ত ওই প্রবীণ দম্পতিকে দেখভালের দায়িত্ব নিয়েছে নাগোল থানার পুলিশ। কীভাবে ছেলেটির মৃত্যু হয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।