শেষ আপডেট: 9th April 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: অভাব নিত্যসঙ্গী। দিনমজুরের (Wage Worker) কাজ করে টেনেটুনে সংসার চালান। আয়কর দফতরের (Income Tax) নোটিস (Notice) হাতে পেতেই ঘুম উড়েছে সাবারা নামে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক বৃদ্ধার। অভিযোগ ২০২১-২২ অর্থবর্ষে ৪ কোটি ৮৮ লাখ টাকারও বেশি আয় করলে এক পয়সাও আয়কর রিটার্ন (Tax Return) দেননি তিনি। অবিলম্বে তা মিটিয়ে দেওয়ার কথা জানিয়ে মহিলার বাড়িতে একটি নোটিস এসেছে বলে খবর। নোটিসে জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট আর্থিক বছরে সময় মতো রিটার্ন জমা না করায় কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?
উত্তরপ্রদেশের জাসরানা শহরের একটি বস্তিতে স্বামী সামসুদ্দিনের সঙ্গে থাকেন মহিলা। গত ৩০ মার্চ পোস্টম্যানের হাত থেকে আয়কর দফতরের নোটিস হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। লেখাপড়া না জানায় প্রথমে বিষয়টি বুঝতে না পেরে কাগজে সই করে চিঠিটি নিলেও পরে টনক নড়ে তাঁর। জানতে পারেন আয়কর রিটার্ন হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে বিপুল পরিমাণ টাকা জমা করতে হবে।
নোটিসটির কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে স্পষ্ট লেখা রয়েছে ৪,৮৮,৩৭,৯২৭ টাকা করযোগ্য আয় ফাঁকি দিয়েছেন তিনি। কী কারণে তিনি এমন কাজ করলেন এবং ১৯৬১ সালের আয়কর আইনের ১৪৮ ধারা মেনে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে কারণ যত দ্রুত সম্ভব জানাতে বলা হয়েছে।
সাবারা জানান, নোটিসটি ইংরেজিতে লেখা ছিল। তিনি নিরক্ষর হওয়ায় সেটির বিন্দুবিসর্গ কিছুই প্রথমে বুঝে উঠতে পারেননি। এমনকি আয়কর জিনিসটা ঠিক কী সে সম্পর্কে কোনও ধারণাই নেই তাঁর। পোস্টম্যান তাঁর বাড়িতে নোটিস দিতে এলে না বুঝেই বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে সেটি নিয়ে নেন তিনি।
আইনজীবী সঞ্জয় জৈন (আয়কর) বলেন, এ ধরনের নোটিস প্রায়শই ভুলবশত বা পদ্ধতিগত ত্রুটির কারণে জারি করা হয়। তাঁর সন্দেহ এটি আধার নম্বর জালিয়াতির ঘটনা হতে পারে। সঠিক তদন্ত করে বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তিনি আরও বলেন, সাবরাকে এখন বিষয়টি সমাধানের জন্য আইনের সাহায্য নিতে হবে এবং আয়কর দফতরকে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর সমস্যার কথা জানাতে হবে।
যোগীরাজ্যে এমন ঘটনা নতুন কিছু নয়। গত সপ্তাহেই, আলিগড়ের একজন সাফাই কর্মী করণ কুমার বাল্মীকিকে ৩৩.৮৮ কোটি টাকার নোটিস পাঠায় আয়কর বিভাগ। স্থানীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখায় সাফাই কর্মী হিসেবে কাজ করে তিনি মাসিক ১৫,০০০ টাকা আয় করেও এমন নোটিস পেয়েছেন।