শেষ আপডেট: 3rd December 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ঠিক আগের মুহূর্তে 'অসুস্থ' বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে থানের একটি হাসপাতালে ভর্তি করা হল (Eknath Shinde Hospitalised)। মহারাষ্ট্রে সরকার গঠনের জটিলতার মধ্যেই একনাথ শিন্ডে জয়ী মহায়ুতি জোটের বৈঠক ভেস্তে দিয়ে সাতারায় দেশের বাড়িতে চলে গিয়েছিলেন শিন্ডে (Eknath Shinde)। সেখানেই কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালের পর থানের জুপিটার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
জুপিটার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিন্ডের মেডিক্যাল পরীক্ষা চলছে। প্রসঙ্গত, আগের দিন ভেস্তে যাওয়া মহায়ুতির মুখ্যমন্ত্রী মুখ বাছাইয়ের জরুরি বৈঠক এদিন বসার কথা ছিল। এই অবস্থায় জোটের অন্যতম শরিক শিন্ডে নিজে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠকের ভবিষ্যৎ অথই জলে পড়ে গেল।
উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্র নবনির্বাচিত মহায়ুতি জোট সরকারের শপথ নেওয়ার কথা। সেই প্রস্তুতি জোর কদমে চলছে। কিন্তু, সেইসব প্রস্তুতিতে জল ঢেলে এবং একইসঙ্গে সমস্ত জল্পনায় পড়ে গেল শিন্ডের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায়। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের হালহকিকত সম্পর্কে ফোনে খোঁজখবর নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপি নেতা অজিত পাওয়ার।