শেষ আপডেট: 4th December 2024 07:19
দ্য ওয়াল ব্যুরো: অনেক টালবাহানার পর অবশেষে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছে একনাথ শিন্ডে। মঙ্গলবার রাতে মুম্বইয়ে তাঁর সরকারি বাসভবন বর্ষায় গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। সেই বৈঠকে বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে উপমুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিতে রাজি হয়েছেন বলে খবর।
আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তার আগে বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করার কথা। দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করবেন।
সেই পদের জন্য ভোটের আগে থেকে একটি নাম বিবেচনায় আছে। তিনি বিদায়ী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তবু শেয পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে কার নামে সিলমোহর পড়বে তা চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
দেবেন্দ্রর নামেই কি সিলমোহর দিয়েছেন তাঁরা। সামান্যতম সংশয়ের কারণ, বিজেপর সর্বভারতীয় সভাপতি পদের জন্যও তাঁর নাম বিবেচনায় আছে।
তাছাড়া মোদী-শাহ জুটি যেভাবে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ আনার নজির গড়েছেন সেটাও বিবেচনায় রাখছেন অনেকে। আগেরকার অর্থাৎ ২০১৪-র বিধানসভা ভোটের পর সবাইকে অবাক করে দিয়ে নবীন ফড়ণবিশকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন মোদী। এমনকী, ২০২২ - শিন্ডের শিবসেনার সঙ্গে জোট সরকার গঠনের পর ফড়ণবিশ মুখ্যমন্ত্রী হবেন বলে চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে তিনি উপমুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেন শিন্ডেকে। এবার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবু মোদী-শাহ দলের কেন্দ্রীয় দুই পর্যবেক্ষককে কী পরামর্শ দিয়ে পাঠিয়েছেন কেউ জানে না। সংশয় সেই কারণে।