শেষ আপডেট: 4th December 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় দ্বিধা-সংশয়-জল্পনা কাটিয়ে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। উপমুখ্যমন্ত্রী পদে সংশয় কাটিয়ে শপথ নিতে চলেছেন একনাথ শিন্ডে। এনসিপি-র অজিত পাওয়ারও একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বৃহস্পতিবার।
বুধবার বিজেপির কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশকে বিধান পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়। এদিনই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান ফড়নবিশ। উল্লেখ্য, আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে বিকেলে মহাসমারোহে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির তাবড় নেতা ও মুখ্যমন্ত্রীরা।
এদিন সকালে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে কোর কমিটির বৈঠকে দেবেন্দ্রর নামেই সিলমোহর দেন দলীয় বিধায়করা। চন্দ্রকান্ত পাটিল ও সুধীর মুঙ্গান্তিকর আনুষ্ঠানিকভাবে দেবেন্দ্র সরিতা গঙ্গাধররাও ফড়নবিশের নাম প্রস্তাব করেন। প্রস্তাবকে সমর্থন করেন পঙ্কজা মুন্ডে। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এইদিনটাকে ঐতিহাসিক ও উৎসবের দিন বলে ঘোষণা করেন।
বৈঠকের শুরু থেকেই ফড়নবিশের নাগপুরের বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। ঢোল-কাড়া-নাগাড়া বাজিয়ে নাচগান শুরু হয়ে যায়। নাগপুর থেকে অসংখ্য বিজেপি কর্মী মুম্বই রওনা হতে শুরু করেছেন শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে। বিজেপি সভাপতি বলেন, রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার।
এদিন বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই উচ্ছ্বসিত বিজেপি বিধায়করা বিধান ভবনের ভিতরের জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় এবং দেবা ভাউ তুম আগে বাড়ো স্লোগানে বাতাস ভারী করে তোলেন। উল্লেখ্য, এবার রাজ্যে ১৪৯টি আসনে লড়াই করে ১৩২টি আসনে জিতেছে বিজেপি। যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও তদারকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়।