বিবিসি-ইন্ডিয়া।
শেষ আপডেট: 22 February 2025 05:01
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান বিবিসি-ইন্ডিয়াকে (BBC-INDIA) প্রায় সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সংস্থার তিন কর্তাকেও (Company director) প্রায় দেড় কোটি টাকা জরিমানা মেটাতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আয়কর (income tax) ফাঁকির অভিযোগে ২০২৩-এ তদন্ত শুরু করেছিল আয়কর দফতর তদন্ত শুরু করে ইডি।
আয়কর দফতরের তদন্ত ঘিরে তুমুল হইচই হয় দেশে। এমন সময় বিবিসি-ইন্ডিয়ার অফিসে আয়কর অভিযান শুরু হয় যখন গুজরাত দাঙ্গায় (Gujrat riot) নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকা নিয়ে বিবিসির তথ্যচিত্র (documentary) নিয়ে গোটা দেশে বিতর্ক চলছিল। 'ইন্ডিয়া: দ্য মোদী কয়েশ্চেন' (India: The Modi question) শীর্ষক তথ্যচিত্রে বলা হয়, ২০০২-এ গুজরাত দাঙ্গার সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী পরোক্ষে হিংসায় মদত দিয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে আগেই দাঙ্গার সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ নসাৎ করে দিয়েছে। মোদী সরকার বিবিসি'র ওই তথ্যচিত্র ভারতে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে।
আয়কর অভিযানে বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ অবশ্য সংস্থা নসাৎ করতে পারেনি। গত বছরই বিবিসি অভিযোগ মেনে নিয়ে আয়কর মিটিয়ে দিয়েছে। সমান্তরাল তদন্ত শেষে ইডির দাবি ওই সংস্থা বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন(FEMA) লঙ্ঘন করেছে। সেই কারণে জরিমানা করেছে ওই কেন্দ্রীয় সংস্থা।
বিবিসি-ইন্ডিয়া ২০০৪ সালে তৈরি একটি কোম্পানি। মূল বিবিসি'র বাইরে এই পৃথক কোম্পানি তৈরি করা হয়েছিল ভারতে ব্যবসা বাড়াতে।