শেষ আপডেট: 25th December 2024 12:03
দ্য ওয়াল ব্যুরো: কানাডা থেকে আমেরিকায় অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে কানাডার কিছু কলেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতসকাচের তলায় চলে এসেছে। সূত্রে জানা গিয়েছে, এর পিছনে রয়েছে একটি বিরাট দালালচক্র। যারা জনপ্রতি ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে কানাডা সীমান্ত পার করিয়ে আমেরিকায় ঢুকিয়ে দেয় ভারতীয়দের। এই চক্রে এদেশের কিছু দালাল এবং কানাডার কিছু কলেজ জড়িয়ে রয়েছে বলে সন্দেহ ইডির।
২০২২ সালের ১৯ জানুয়ারি এভাবেই কানাডা সীমান্ত পেরিয়ে আমেরিকায় গোপনে ঢুকতে গিয়ে বাবা-মা, দুই নাবালক-নাবালিকা সন্তানসহ চারজন ঠান্ডায় জমে মারা গিয়েছিলেন। গুজরাতের দিনগুছা গ্রামের ওই পরিবারের মৃত্যুর পর থেকেই অবৈধ অনুপ্রবেশের বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর থেকেই ভারতীয় দালাল চক্রকে ধরতে তদন্ত চলছে।
এক প্রেস বিবৃতিতে তদন্তকারী সংস্থা জানিয়েছে, সম্প্রতি মুম্বই, নাগপুর, গান্ধীনগর ও বরোদার ৮টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। ভবেশ অশোকভাই প্যাটেল নামে এক সন্দেহভাজন ভারতীয় দালালের খোঁজে তল্লাশি চলে। সন্দেহ ভবেশই ওই চারজনকে বেআইনিভাবে ভায়া কানাডা আমেরিকায় পাঠানোর ফন্দি এঁটেছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইডি-র আমেদাবাদ আঞ্চলিক অফিস গত ১০ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর পিএমএল আইনে তল্লাশি অভিযান চালায়। ভবেশ অশোকভাই প্যাটেল সহ আরও কয়েকজন এই চক্রে জড়িত রয়েছে বলে সন্দেহ। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রে জানা গিয়েছে, প্যাটেল এবং তার শাগরেদরা প্রথমে কানাডার কলেজগুলিতে ভর্তির উদ্দেশে ভারতীয়দের সেদেশে পাঠায়।
চক্রের গোপন অভিসন্ধি ফাঁস করে তদন্তকারী সংস্থা জানিয়েছে, কানাডার কলেজে ভর্তি করার জন্য সাময়িকভাবে ছাত্র ভিসা করানো হয়। এরপর সেইসব ভারতীয়রা কানাডায় পৌঁছে কলেজে ভর্তি হওয়ার বদলে গোপনে সীমানা টপকে আমেরিকায় ঢুকে পড়েন। সেই ব্যবস্থাও করে দেয় দালালরা। পরে কানাডার যে কলেজগুলিতে ভর্তি ফি জমা দেওয়া হয়েছিল, সেগুলি থেকে ভর্তি না হওয়ার জন্য সেই ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্তও করে দেয় তারা।
ইডি জানিয়েছে, মুম্বইয়ের একজন এবং নাগপুরের একজন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে কমিশনে ভিত্তিতে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এর জন্য তাদের সঙ্গে ওই কলেজগুলির যোগসাজশ থাকতে পারে। সংস্থা তদন্ত করে দেখেছে যে, সম্প্রতি তল্লাশিতে ধরা পড়েছে প্রতিবছর একজনের মারফত ২৫,০০০ ছাত্র ও অন্য পরিচয়ের থেকে ১০,০০০ ছাত্র ভারতের বাইরে পড়তে গিয়েছেন। এরমধ্যে কানাডার ১১২টি কলেজ এক দালালের সঙ্গে এবং ১৫০টি কলেজ অন্য এক দালালের সঙ্গে ভর্তি নিয়ে চুক্তি করেছে বলে সন্দেহ ইডি-র।