ভূপেশ বাঘেল।
শেষ আপডেট: 11th March 2025 11:52
তল্লাশির পর সংবাদমাধ্যমকে ভূপেশ বাঘেল বলেন, 'ইডি কিছুই খুঁজে পায়নি, শুধু বিজেপি নেতাদের সংক্রান্ত কিছু নথি ছাড়া। আমি পাঞ্জাবের কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পরই আমাকে হেয় করতে এই অভিযান চালানো হয়েছে।'
বাঘেল আরও অভিযোগ করেন, 'বিজেপি এতটাই হতাশ যে তারা যে কোনও পর্যায়ে যেতে পারে। রাজ্য বিধানসভায় প্রশ্ন তোলাই যেন অপরাধ হয়ে গেছে। এর আগেও কংগ্রেস নেতা কাওয়াসি লাখমা বিধানসভায় একটি প্রশ্ন তোলার মাত্র আট দিনের মধ্যেই ইডি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাঁকে গ্রেফতার করা হয়।'
তিনি বলেন, 'তিন বছর ধরে মদ কেলেঙ্কারি মামলার তদন্ত চলছে, অথচ এখনও ইডি কোনও চূড়ান্ত চার্জশিট দেয়নি। এমনকি অফিসিয়াল অভিযোগও গঠন করেনি।' তাঁর দাবি, 'আমি সম্প্রতি বিধানসভায় গরিবদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প নিয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মাকে প্রশ্ন করেছিলাম। মাত্র চার দিনের মধ্যেই ইডি আমার বাড়িতে হাজির!'
এখানেই শেষ নয়। বাঘেল আরও মনে করেন, বিজেপি তাঁর বিরুদ্ধে পুরনো মামলায় কিছু না পেয়ে এখন অন্য পথে তাঁকে চাপে ফেলতে চাইছে। তিনি বলেন, 'রায়পুরের বিশেষ সিবিআই আদালত যখন আমাকে সাত বছর পুরনো বিতর্কিত মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি দিল, তখন থেকেই বিজেপি আরও বেশি হতাশ হয়ে পড়েছে।'