তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (TASMAC) বিরুদ্ধে চলা সমস্ত তদন্তে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত।
সংস্থায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছিল ইডি।
শেষ আপডেট: 22 May 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসিত হল ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ED)। তামিলনাড়ু রাজ্য সরকার পরিচালিত মদ সরবরাহকারী সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (TASMAC) বিরুদ্ধে চলা সমস্ত তদন্তে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত। সংস্থায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছিল ইডি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহকে নিয়ে গঠিত বেঞ্চ ইডিকে তিরস্কার করে বলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত সীমা পার করে গিয়েছে। সম্প্রতি কয়েক জায়গায় ইডির তল্লাশি অভিযান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ।
১০০০ কোটি টাকার অনিয়মের অভিযোগে তামিলনাড়ু সরকারি সংস্থার বিরুদ্ধে ইডি কয়েকজন সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদও করে। তাতেও ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। কেন্দ্রীয় সংস্থার তরফে আদালতে হাজির অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে বেঞ্চ বলে, আপনার ইডি সমস্ত সীমা পার করে গিয়েছে। আপনার অফিস কী করে একটি কর্পোরেশনে গিয়ে তল্লাশি চালায়, জানতে চায় আদালত। আপনারা দেশের যাবতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে গিয়েছেন। ইডি সমস্ত সীমা পেরিয়ে চলে গিয়েছে।
রাজ্য সরকারি মদ বিক্রেতা সংস্থা ট্যাসম্যাকের দোকান ও কর্তাদের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। তামিলনাড়ুর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। তিনি বলেন, অনিয়মের অভিযোগে রাজ্য সরকার আগেই ট্যাসম্যাকের কর্মীদের বিরুদ্ধে ৪১টি এফআইআর করেছে। হঠাৎ করে ইডি ২০২৫ সালে এই তদন্তে ঢুকে পড়ে। এবং সংস্থার সদর কার্যালয়ে তল্লাশি চালায় ও এমডিকে হেফাজতে নেয়। আদালত শেষে ইডিকে নোটিস দিয়ে গ্রীষ্মের ছুটির পর বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছে।