এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
শেষ আপডেট: 20th October 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘণ্টার পর ঘণ্টা দফতরে অপেক্ষা করানো যাবে না। পাশাপাশি কাউকে তলব করে 'অযৌক্তিক' সময়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। এমনই নির্দেশিকা জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
একাধিক বার একাধিক ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর অভিযোগ উঠেছে ইডির বিরুদ্ধে। আর তাই আধিকারিকদের জন্য এহেন অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বাংলায় শিক্ষাক্ষেত্র-সহ একাধিক দুর্নীতির অভিযোগে ইডির তলবে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে তারপর জিজ্ঞাসাবাদ শুরু করার অভিযোগ উঠেছে। শুধু বাংলায় নয় দেশের অন্যান্য জায়গাতেও এমন অভিযোগে লাগাম টানতে চেয়ে নির্দেশিকা জারি করা হল।
আর্থিক দুর্নীতি মামলায় এক ৬৪ বছর বয়সি বৃদ্ধকে তলব করেছিল ইডি। সারারাত তাকে ইডি দফতরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে অভিযোগ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
হাইকোর্টের নির্দেশের পরই অভ্যন্তরীণ একটি নির্দেশিকা জারি করে অযৌক্তিক সময় তলব করে জিজ্ঞাসাবাদ না করা এবং ঘণ্টার পর ঘণ্টা না বসিয়ে রাখার নিয়ম তৈরি করল ইডি।
বৃদ্ধের অভিযোগের পরই বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এহেন আচরণে মানবাধিকার খর্ব হয়। জানিয়েছিল হাইকোর্ট এই ধরনের কাজে অনুমোদন দেয় না। গত ১১ অক্টোবর এই মর্মে অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে ইডি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগে থেকেই প্রশ্নমালা তৈরি করে সমস্ত নথি যাচাই করে তবেই নির্ধারিত সময়ে কাউকে ডেকে পাঠাতে হবে এবং কাউকে যাতে দীর্ঘক্ষণ অপেক্ষা না করতে হয় সেই ব্যাপারটাও দেখতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।