Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
UCO Bank ex-chairman Arrested

ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ গোয়েলকে গ্রেফতার করল ইডি, ৬২১০ কোটি টাকা তছরুপের অভিযোগ

ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ গোয়েলকে গ্রেফতার করল ইডি, ৬২১০ কোটি টাকা তছরুপের অভিযোগ

গত ১৬ মে নয়াদিল্লিতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুবোধ গোয়েলকে।

শেষ আপডেট: 19 May 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুবোধকুমার গোয়েলকে অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ইডির তরফে এখবর জানানো হয়েছে। গত ১৬ মে নয়াদিল্লিতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুবোধ গোয়েলকে। ৬২১০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ইডি জানিয়েছে, সরকারি অর্থ তছরুপ দমন আইন (PMLA) ২০০২ এর ধারায় কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন গোয়েল। ইডি বিবৃতিতে এদিন জানিয়েছে, ১৭ মে গোয়েলকে কলকাতার বিশেষ পিএমএলএ আদালতে তোলা হয়। সেখানে তাঁকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা সিবিআই প্রথমে গোয়েলের বিরুদ্ধে একটি মামলা শুরু করে। তারপরেই অর্থ তছরুপের বিষয়ে হস্তক্ষেপ করে ইডি। সিপিএসএলকে ঋণ মঞ্জুর ও তার পরবর্তীতে অর্থ বিভিন্ন খাতে হস্তান্তর ও নয়ছয়ের অভিযোগ রয়েছে। যার পরিমাণ ৬২১০.৭২ কোটি টাকা (শুধু মূলধন, সুদ আলাদা)। ইডির দাবি, ইউকো ব্যাঙ্কের সিএমডি থাকাকালীন গোয়েল সিপিএসএলকে এই বিরাট পরিমাণ ঋণ দিয়েছিলেন।

ওই গোষ্ঠী সেই টাকা বিভিন্নভাবে অবব্যবহার করে যার পরিবর্তে গোয়েল অবৈধ সুযোগসুবিধা লাভ করেন ঋণপ্রদানকারী সংস্থার কাছ থেকে। ইডির দাবি, গোয়েল এই সুবিধা নগদ অর্থে, স্থাবর সম্পত্তি, বিলাসবহুল সামগ্রী, হোটেল বুকিং ও ভুয়ো কোম্পানি, ভুয়ো ব্যক্তি এবং পরিবারের সদস্যদের কাছ থেকে পেয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, এরকম বেশ কিছু ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে।

এই কোম্পানির প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুবিধাভোগী ছিলেন গোয়েল ও তাঁর পরিবারের সদস্যরা। কারণ, এই ভুয়ো কোম্পানির কাছে সরাসরি টাকা এসেছে সিএসপিএল থেকে। গত ২২ এপ্রিল ইডি কর্তারা গোয়েলের বাড়ি ও অন্যান্য কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছিলেন। তারও আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর গ্রেফতার করা হয় সিএসপিএলের প্রধান প্রোমোটার সঞ্জয় সুরেকাকে। তিনি বর্তমামে জেল হেফাজতে আছেন।


ভিডিও স্টোরি