শেষ আপডেট: 16th August 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে তিন দফায় ভোট হবে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৪ অক্টোবর। হরিয়ানায় এক দফাতেই ভোট হবে। ১ অক্টোবর। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।
কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে। ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানান, জম্মু-কাশ্মীরে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ভোট হবে। ১০ বছর পর সেখানে ভোট হতে যাচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে।
রাজ্য বিধানসভার মোট আসন ১১৪। ২০১৯-এ রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর রাজ্যের আসন সংখ্যা সাতটি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে জম্মু এলাকায় আসন বেড়েছে ছয়টি। একটি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। যদিও খাতায় কলমে জম্মু কাশ্মীর এখন রাজ্য নয়। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে রাজ্যটি কেন্দ্র শাসিত এলাকা হিসাবে চিহ্নিত।
জম্মুতে ছয়টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিজেপির মুখ চেয়ে এটা করা হয়েছে। বিজেপির শক্তি জম্মুতে সীমাবদ্ধ। তাই ওই এলাকায় আসন বাড়িয়ে নিয়েছে কেন্দ্রের শাসক দল।
জম্মু-কাশ্মীরে মোট আসন সংখ্যা ১১৪টি হলেও ভোট গ্রহণ করা হবে ৯০টিতে। বাকি ২৪টি আসন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের দখলে থাকা ওই এলাকা এদেশের অংশ বলে ভারতের দাবি। আয়তনের ভিত্তিতে গোড়া থেকেই সেখানে ২৪টি আসন রয়েছে। সেখানে ভোট হওয়ার প্রশ্ন ওঠে না। তবে মোদী সরকারের মন্ত্রীরা একাধিকবার ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারত পুনরুদ্ধার করবে।