Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর৭২ ঘণ্টায় পাঁচজন গ্রেফতার, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ষড়যন্ত্রকারীকে হাসনাবাদ থেকে ধরল পুলিশআবারও আকাশ কালো, রাজ্যজুড়ে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গের ছয় জেলায় সতর্কতা, জল ছাড়ছে ডিভিসিভোটার তালিকা সংশোধন ঘিরে চিন্তায় বিহার বিজেপিও, নাম বাদ গেছে বহু দলীয় সমর্থকেরএয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার আগে জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাবাক্ স্বাধীনতা সীমাহীন নয়, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলায় কেন বলল সুপ্রিম কোর্ট
DY Chandrachud bungalow controversy

মেয়েদের বিশেষ প্রয়োজনেই বাসভবন ছাড়তে পারেননি, জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

এই পরিস্থিতিতে নিজেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন চন্দ্রচূড়। তাঁর কথায়, পুরো বিষয়টি নিছক প্রশাসনিক নয়। 

মেয়েদের বিশেষ প্রয়োজনেই বাসভবন ছাড়তে পারেননি, জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 6 July 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখনও পর্যন্ত সরকারি বাসভবন খালি না করায় তৈরি হয়েছে বিতর্ক। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি লিখে জরুরি ভিত্তিতে বাংলো খালি করার ব্যবস্থা নিতে বলেছে। তবে এই পরিস্থিতিতে নিজেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন চন্দ্রচূড়।

তাঁর কথায়, পুরো বিষয়টি নিছক প্রশাসনিক নয়। এর নেপথ্যে রয়েছে তাঁর দুই বিশেষভাবে সক্ষম দত্তক কন্যার প্রয়োজন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, “আমার মেয়েদের বিশেষ ধরনের যত্ন দরকার। বড় মেয়ের জন্য এমন একটি ঘর তৈরি হয়েছে যেখানে ICU-র মতো সুবিধা রয়েছে। এই ধরনের নির্দিষ্ট চাহিদা মেটাতে পারে এমন বাড়ি হুট করে পাওয়া অসম্ভব। তাই আমি কেন্দ্রকে অনুরোধ করেছি যেন একটা অস্থায়ী বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়।”

তিনি আরও জানান, সেই অস্থায়ী বাড়ির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বলেন, “আমার প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাংলো তৈরি হচ্ছে। ওটার কাজ শেষ হলেই পরদিনই আমরা সপরিবারে সরে যাব। আমাদের সমস্ত গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, দিল্লির ৫, কৃষ্ণ মেনন মার্গ-এর ‘টাইপ এইট’ বাংলোটি দেশের প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে নির্ধারিত। বিচারপতি চন্দ্রচূড় ২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু এখনও তিনি সেই বাসভবনেই রয়েছেন।

তাঁর উত্তরসূরি, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি বি আর গভাই কেউই এই নির্দিষ্ট বাংলোতে ওঠেননি। তাঁরা তাঁদের আগের সরকারি বাড়িতেই থেকে গিয়েছেন।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিচারপতি চন্দ্রচূড় গত ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি খান্নাকে লিখিতভাবে ৩০ এপ্রিল পর্যন্ত থাকার অনুমতি চান।

যদিও তাঁর জন্য ১৪, তুঘলক রোডের একটি বাংলো নির্ধারিত করা হয়েছিল, কিন্তু দিল্লিতে দূষণ সংক্রান্ত বিধিনিষেধের কারণে সেই বাংলোর মেরামতির কাজ আটকে যায়।

আবাসন মন্ত্রকের তরফে জানানো হয়, চন্দ্রচূড় প্রতি মাসে ৫,৪৩০ টাকা লাইসেন্স ফি দিয়ে আপাতত ওই বাংলোতেই থাকতে পারবেন। কিন্তু মে মাস পেরিয়েও তিনি সেখানে রয়ে গিয়েছেন। ৩১ মে পর্যন্ত অতিরিক্ত থাকার জন্য তিনি বিচারপতি খান্নাকে মৌখিক আর্জিও জানিয়েছিলেন।


ভিডিও স্টোরি