শেষ আপডেট: 29th September 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে তদন্তের মাঝেই সপরিবারে বেঙ্কটেশ্বরস্বামীর দর্শনে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
শনিবার তিরুপতি জেলার মন্দির নগরীতে পৌঁছে একাধিক মন্দির দর্শনের পর রবিবার সকালেই স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতি পৌঁছে যান তিরুপতি মন্দিরে।
সূত্রের খবর, গত দু’দিনের সফরে অন্ধ্রপ্রদেশে গিয়েছেন প্রধান বিচারপতি। রবিবার দেশের প্রধান বিচারপতিকে স্বাগত জানান মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্টের আধিকারিকরা। তাঁদের তরফে এদিন মন্দিরের প্রসাদের পাশাপাশি বেঙ্কটেশ্বরস্বামীর একটি বিগ্রহ প্রধান বিচারপতির হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয়।
রবিবার তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন চন্দ্রচূড়। কথা বলেন মন্দিরের দায়িত্বে থাকা ট্রাস্টের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। এদিন প্রসাদী লাড্ডু বিতর্কে কোনও মন্তব্যই করেননি তিনি।
প্রধান বিচারপতির ঈশ্বর ভক্তির কথা কারও অজানা নয়। দিনকয়েক আগেই তাঁর বাসভবনে গণেশ পুজোয় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান বিচারপতির সঙ্গে গণেশ বন্দনায় মেতে উঠতে দেখা গিয়েছিল দু’জনকেই। ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে যে ঘি ব্যবহার করা হত তাতে পশুর চর্বির উপস্থিতি মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক কম হয়নি। এবার সেই আবহেই প্রধান বিচারপতির সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।