শেষ আপডেট: 16th April 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের (Uttar Pradesh) জালাউনের কুঠাউন্ড এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনা। পাঁচ-ছয় বছর বয়সি এক শিশুকে (5 year old child) সিগারেট (cigarette) খাওয়াতে উৎসাহ দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে (doctor) অভিযুক্ত করা হয়েছে। এদিকে ওই চিকিৎসক সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত। একটি ভিডিওতে ধরা পড়েছে পুরো ঘটনাটি। ফলে সোশ্যাল মিডিয়ায় এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন নেটনাগরিকরা।
অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র। তিনি কুঠাউন্ডের সেন্ট্রাল হেলথ সেন্টারের দায়িত্বে ছিলেন।
ঠিক কী ঘটেছিল? অভিযোগ, ঠান্ডা লেগেছে বলে চিকিৎসার জন্য এক ব্যক্তি তাঁর ছোট ছেলেকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই ওই চিকিৎসক শিশুটিকে একটি সিগারেট মুখে দিতে বলেন। নিজে সেটি জ্বালিয়ে তাকে বারবার টানও (smoke) দিতে বলেন।
বুধবার ঘটে ওই ঘটনাটি। অস্বাভাবিক ও নিন্দনীয় ওই ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল (viral video) হয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ব্যাপক ঝড় ওঠে এই নিয়ে। ঘটনাটি সামনে আসার পর ২৮ মার্চ জেলার চিফ মেডিক্যাল অফিসার ওই ঘটনার তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে অভিযুক্ত ওই চিকিৎসককে স্থানান্তরিত করে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।
তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত চিফ মেডিক্যাল অফিসারের হাতে। নির্দেশ অনুযায়ী, তিনি বিশদে পুরো ঘটনার একটি রিপোর্ট তৈরি করে তা রাজ্য সরকারের কাছে জমা দেবেন।
জেলার চিফ মেডিক্যাল অফিসারের কথায়, ‘জেলার অভ্যন্তরে এই ধরনের আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে, সেই জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে।’