দুবাইয়ে বেড়াতে যান বহু ভারতীয়। ফাইল চিত্র।
শেষ আপডেট: 9th December 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: কেউ কেউ মজা করে বলে থাকেন, দুবাইয়ে যত না স্থানীয় মানুষ থাকেন, তার চেয়ে বেশি থাকেন ভারতীয়রা। মজা করে বললেও, এ কথা ঠিকই, যে দুবাইয়ে বহু ভারতীয় পাড়ি দেন প্রতি বছর। কেউ কাজের জন্য তো কেউ বেড়াতে, কেউ আবার ব্যবসায়িক কাজে। কিন্তু এই ছবি এবার খানিকটা বদলাতে পারে। কারণ সম্প্রতি দুবাই ভ্রমণের জন্য ভারতীয় পর্যটকদের ভিসা (Dubai Visa) পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
তথ্য বলছে, ভিসার ব্যাপারে দুবাই সম্প্রতি একাধিক নতুন নিয়ম কার্যকর করেছে। সেগুলি কার্যকর হওয়ার পরে ভিসা প্রত্যাখ্যানের হার ১-২% থেকে বেড়ে ৫-৬% হয়ে গিয়েছে।
এর ফলে দুবাই ও ভারত, দু’দেশের ট্রাভেল এজেন্টরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু তাই নয়, এমন অনেক পর্যটক, যাঁরা আগে থেকেই ফ্লাইট ও হোটেল বুকিং করেছিলেন, তাঁরা এখন নতুন নিয়ম মেনে ভিসা পাচ্ছেন না।
ভিসা না-পাওয়ার কারণ কী?
নতুন নিয়ম অনুযায়ী, দুবাই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীদের এখন থেকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে।
পর্যটকদের ভোগান্তি
এই নতুন নিয়মকানুন হুট করে চালু হতেই বিপদে পড়েছেন পর্যটক ও এজেন্টরা। ট্র্যাভেল এজেন্টরা বলছেন, আগে প্রায় ৯৯% ভিসা মঞ্জুর হত। এখন সবরকম প্রস্তুতির পরেও ভিসা ক্যানসেল হয়ে যাচ্ছে অনেকের। এমনকি এমনও হয়েছে, একটি পরিবার থেকে ৩৫-৪০ জনের বড় দল ভিসার আবেদন করার পরে কারও কারও ভিসা মিলেছে, কারও কারও মেলেনি। ফলে পুরো দলকেই ট্যুর বাতিল করতে হয়েছে।
আবার পর্যটকদের মধ্যে অনেকেই আগেভাগেই ফ্লাইট ও হোটেল বুক করে ফেলেছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় সেই খরচ ফেরত পাওয়া সম্ভব হচ্ছে না। ট্রাভেল এজেন্টরাও ভিসা ফি ফেরত দিতে পারছেন না, কারণ এটি প্রসেসিং ফি হিসেবে গণ্য হয়।
এই পরিস্থিতিতে, নতুন নিয়ম সম্পর্কে সব ভাল করে জেনেবুঝে, তবেই ভিসার আবেদন করার কথা বলা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যথাযথভাবে প্রস্তুত করে, অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন জমা দেওয়া জরুরি।
নতুন নিয়মে জটিলতা বেড়ে যাওয়ায় পর্যটন শিল্পের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।